মাদকের বিষয়ে জিরো টলারেন্সে নড়াইলের এসপি

প্রকাশিতঃ 8:05 pm | August 20, 2019

কালের আলো প্রতিবেদক:

মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন। মাদকের আস্তানা ধ্বংস করতে নিয়মিত দুর্গম এলাকাতেও চালাচ্ছেন অভিযান।

এরই অংশ হিসেবে সোমবার (১৯ আগস্ট) গভীর রাতে লোহাগড়া উপজেলার দুর্গম মঙ্গলপুর এলাকায় অভিযান চালায় পুলিশ।

অভিযানে ইয়াবা বিক্রিরত অবস্থায় ৭০০ পিস ইয়াবাসহ আমিনুর মোল্যাকে(৩৮) আটক করে পুলিশ। এ সময় আরেক কারবারি আমিনুরের ভাই পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

মঙ্গলবার(২০ আগস্ট) পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জসীম উদ্দিন জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মঙ্গলপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযানে ওই গ্রামের আমিনুরকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৭শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত আমিনুরের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও প্রেস বিফিংয়ে জানান তিনি।

কালের আলো/বিআর/এমআরএ