বাংলাদেশ-ইন্দোনেশিয়া সম্পর্কে নতুন দিগন্ত, দ্বিপাক্ষিক আলোচনায় জেনারেল আজিজ-পারকাসা

প্রকাশিতঃ 9:25 pm | August 20, 2019

বিশেষ সংবাদদাতা, কালের আলো :

নিজেদের ৭৪ তম স্বাধীনতা দিবস পালন করছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়া। ঠিক এমন সময়ে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু এ দেশটিতে সরকারি সফরে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। প্রায় দুই বছর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্দোনেশিয়া সফরের মধ্যে দিয়ে ঢাকা ও জাকার্তার দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়।

আরও পড়ুন: ইন্দোনেশিয়া সশস্ত্র বাহিনীর সদর দপ্তর পরিদর্শনে সেনাপ্রধান, বিভিন্ন বিষয়ে আলোচনা

মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ইন্দোনেশিয়ার সেনাবাহিনী প্রধান জেনারেল আন্দিকা পারকাসা এবং সশস্ত্র বাহিনীর কমান্ডারের সাথে সৌজন্য সাক্ষাতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে।

সাক্ষাতের শুরুতেই বন্ধুপ্রতীম দুই দেশের সেনাপ্রধান পারস্পরিক কুশলাদি বিনিময় করেন। দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের এ সফরের মধ্যে দিয়ে দুই দেশের চলমান সম্পর্ক অন্য রকম এক উচ্চতায় পৌঁছার পাশাপাশি সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তাদের ভাষ্য মতে, দুই দেশের সেনাপ্রধানের মধ্যকার আন্তরিক পরিবেশে সৌজন্য সাক্ষাত দুই দেশের সম্পর্ককে গতিশীল এবং অপার সম্ভাবনার দূয়ার খুলে দিতে পারে।

আরও পড়ুন: সেনাপ্রধানকে অনন্য সম্মান, ইন্দোনেশিয়ায় যেন এক টুকরো বাংলাদেশ!

ইন্দোনেশিয়ার সেনাসদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও তাঁর জীবনসঙ্গীকে ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর প্রধান জেনারেল আন্দিকা পারকাসা ও তাঁর পত্নী স্বাগত জানান। এ সময় ইন্দোনেশিয়া সেনাবাহিনীর জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এবং তাদের পত্নীরাও উপস্থিত ছিলেন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ইন্দোনেশিয়া সেনা সদর দপ্তরে পৌঁছালে আনুষ্ঠানিকভাবে ইন্দোনেশিয়া সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই দেশের সেনাপ্রধানের মধ্যে দ্বিপক্ষীয় প্রশিক্ষণ বিনিময়, কাউন্টার টেরোরিজমের ক্ষেত্রে সহযোগিতা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং অন্যান্য সামরিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আলোচনায় উঠে আসে রোহিঙ্গা ইস্যু এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে রোহিঙ্গাদের ক্ষতিকর প্রভাবের বিষয়টিও।

জানা যায়, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান করে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের আদিনিবাসে নিরাপদে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে বাংলাদেশ দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ইন্দোনেশিয়ার সেনাপ্রধানকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য রোহিঙ্গা সংকট সমাধানে ইন্দোনেশিয়াকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, চারদিনের সরকারি সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ রোববার (১৮ আগস্ট) ভোরে ইন্দোনেশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তিনি ইন্দোনেশিয়ার বেশ কিছু সামরিক ও অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন। আগামী শুক্রবার (২৩ আগস্ট) তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

কালের আলো/কেএএই/এমএএএমকে