পিতা মুজিব- ইঞ্জিনিয়ার শামীম খান
প্রকাশিতঃ 11:16 am | August 21, 2019
তোমার জন্মে ধন্য ধরণী
মুক্ত বাঙালির পরাধীনতা!
বহুকাল পরে বাঙালির চিত্তে
স্বাধিকার তরে ব্যাকুলতা!!
এ যেন পিতা মুজিবের স্বাধীনতা!!!
জীবন যাহার অধিকার আদায়ে
ভয় করেনি কখনও বাঙালির তরে!
সত্য সুন্দর ন্যায়ের পথে
অবিচল ছিলে বজ্র কন্ঠে!!
পিতা মুজিব তুমি ততদিন রবে
যতদিন বাঙালি জন্ম নিবে!
পিতা মুজিব তুমি বহুকাল ধরে
আদর্শ হয়ে পথ দেখাবে!!