বর্তমান সরকারের মেয়াদেই গ্রেনেড হামলার রায় কার্যকর হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী
প্রকাশিতঃ 12:36 am | August 22, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
বর্তমান সরকারের মেয়াদেই ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারের রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
বুধবার (২১ আগস্ট) রাজধানীর শিল্পকলা একাডেমিতে ২১শে আগস্টে সংঘটিত “মুক্তিযুদ্ধের চেতনা বিনাশী ধ্বংসযজ্ঞ” শীর্ষক স্থাপনাশিল্প প্রদর্শনী উদ্বোধনকালে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ও বাংলাদেশের প্রগতিশীল রাজনৈতিক আন্দোলন নেতৃত্বদানকারী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে এ নৃশংস, হীন ও বর্বরোচিত হত্যাযজ্ঞ চালানো হয়।
তিনি বলেন, এমন নজির পৃথিবীতে আর নেই যেখানে সরকার প্রধান মা তার ছেলেকে লেলিয়ে দেয় বিরোধী দলীয় নেতাকে হত্যার উদ্দেশ্যে। খালেদা জিয়ার ছেলে কোকো মারা যাওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা মমতাময়ী মা ছেলেহারা শোকাতুর খালেদা জিয়াকে সান্ত্বনা দিতে গেলে তিনি দেখা করেননি। এমন নিষ্ঠুর মায়ের (খালেদা জিয়া) পক্ষেই সম্ভব নিজের ছেলে, প্রশাসন, রাষ্ট্রযন্ত্র ও গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে এ পৈশাচিক হত্যাকাণ্ড চালানো।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেনি। ওয়ান ইলেভেনের ইয়াজউদ্দিন, মঈনুদ্দীন ও ফখরুদ্দীন (আইএমএফ) সরকার দুর্নীতির দায়ে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেছে। সুতরাং এ মামলা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কিছুুই করার নেই।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব বদরুল আনম ভূঁইয়া। অনুভূতি জ্ঞাপন করেন স্থাপনাশিল্পটির কিউরেটর, শিল্পী ও অধ্যাপক শাহজাহান আহমেদ বিকাশ।
কালের আলো/বিআর/এমএম