বাসাবাড়িতে লার্ভা পাওয়া গেলে জরিমানা করা হবে না : মেয়র আতিক

প্রকাশিতঃ 5:43 pm | August 26, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, রোববার (২৫ আগস্ট) ১০ হাজার বাড়িতে যাওয়ার লক্ষ্য ছিল, কিন্তু আমরা গতকাল ৯ হাজার ৭১২ বাড়িতে গিয়েছি। ২৫৮টি বাড়িতে লার্ভা পেয়েছি। জনগণ সচেতন হলে এডিস মশা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারবো। বাসাবাড়িতে লার্ভা পাওয়া গেলে জরিমানা করা হবে না, কিন্তু অফিস-আদালত ও প্রতিষ্ঠানে লার্ভা পাওয়া গেলে জরিমানা করা হবে। এখন সিটি করপোরেশনের প্রায় তিন হাজার ছয়শ কর্মী মাঠে কাজ করছে।

তিনি বলেন, যে কোনো এলাকার সোসাইটি, স্কুল, মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠানের সবাইকে এগিয়ে আসতে হবে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য। সবাই মিলে পরিষ্কার করলে আমার জন্য সুবিধা হয়।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে নুরজাহান রোড এডিস মশা নির্মূলে চিরুনি অভিযানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র এ মন্তব্য করেন।

মেয়র উদাহরণ দিয়ে বলেন, সকাল ৯টার মধ্যে সিটি করপোরেশন থেকে রাস্তা পরিষ্কার করা হয়। কিন্তু দোকানপাটগুলো খুলে ময়লা পরিষ্কার করে আবার রাস্তায় ফেলছে। আমি অনুরোধ করবো সবাইকে শহরটাকে ভালোবাসার জন্য, দেশটাকে ভালোবাসার জন্য। আমি মনে করি আমরা সবাই এই ঢাকা শহরে থাকবো। শহরকে ভালোবেসে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবো আমরা সবাই।

মেয়র আরও বলেন, আমাদের কর্মকর্তা, পরিচ্ছন্নকর্মী ও মশক নিধন কর্মীদের সঙ্গে হাত মেলাতে। এছাড়াও আমি দেখতে এসেছি, মিরপুর-মোহাম্মদপুর এলাকায় কীভাবে করা হচ্ছে এডিস মশা নির্মূলে চিরুনি অভিযান। গুলশান, বানানীতেও গিয়েছিলাম।

এরপর মেয়র তাজমহল রোডের কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজের সামনে এডিস মশা নির্মূলে চিরুনি অভিযান পরিদর্শন করেন।

এসময় তিনি বলেন, আমি সিটি করপোরেশনের পক্ষ থেকে ও মেয়র হিসেবে আপনাদের (পরিচ্ছন্নকর্মীদের) ধন্যবাদ জানাই। কারণ আপনারা সকাল থেকে কাজ করেন। পরে আবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মাঠে থাকেন।

মেয়র বলেন, ডাক্তার আমাকে হাঁটতে না করেছে পায়ে ব্যথা নিয়ে। পা সোজা করে রাখতে বলেছে। আজ আমার এখানে আসাটা শুধু ভালোবাসার কারণে। আমরা একজন আরেকজনকে ভালোবাসি। একজন আরেকজনকে সম্মান করি। আমাদের মশক নিধনকর্মী ও পরিচ্ছন্নকর্মীরাও মানুষ। আমাদের কাউন্সিলরও একজন মানুষ। আমিও একজন মানুষ। এখানে মানুষের থেকে কেউ বড় নই আমরা। দায়িত্ব যতদিন আছে, ততদিন থাকবো। কিন্তু আমরা যখন দায়িত্বে থাকবো না, তখন কিন্তু সাধারণ মানুষের কাতারে দাঁড়াবো।

ডেঙ্গু মোকাবিলায় এডিস মশা নিধনে চ্যালেঞ্জ নিতে পারবো বলে মশক নিধনকর্মী ও পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে প্রতিজ্ঞা করেন মেয়র।

এসময় জনগণের উদ্দেশ্যে বলেন, পরিষ্কার করে দেবো কিন্তু আমাদের সঙ্গে জনগণকে থাকতে হবে। এডিস মশা নিধনে সিটি করপোরেশনে জনবল আরও বাড়ানো হচ্ছে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন দেশের মানুষের জন্য। দেশের উন্নতির জন্য। প্রধানমন্ত্রীর চোখের অপারেশন হয়েছে লন্ডনে। সেখান থেকেও ফোন করে খবর নিয়েছেন সিটি করপোরেশনের কাজের। প্রধানমন্ত্রীর কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরও রাস্তায় নামতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যেতে হবে।

এসময় উপস্থিত ছিলেন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মনসুর হোসেন, অঞ্চল-৫ এর নিবার্হী কর্মকর্তা মাসুদ হোসেন, সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী বাইন হীরা, ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম রতন প্রমুখ।

কালের আলো/বিআর/এমএম