মানিকের ব্যতিক্রমী ‘স্টার ভয়েস কনটেস্ট’র গ্র্যান্ড ফিনালে এপ্রিলে
প্রকাশিতঃ 7:31 pm | March 23, 2018
শোবিজ প্রতিবেদক, কালের আলো:
জীবনমুখী গানের চেতনা নিয়ে নিজের কথা, সুর ও গানে ‘স্টার ভয়েস কনটেস্ট’ নামে ব্যতিক্রমী এক প্রতিযোগিতার আয়োজন করেছেন হালের জনপ্রিয় কন্ঠশিল্পী আমিরুল মোমেনীন মানিক। পেশায় সাংবাদিক মানিক এ প্রতিযোগিতার আয়োজন করে ইতোমধ্যেই সাইবার ওয়ার্ল্ডে সাড়া ফেলেছেন। তাঁর আয়োজিত এ ইভেন্টটির মূল অনুপ্রেরণায় রয়েছেন ওপার বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী নচিকেতা।
আমিরুল মোমেনীন মানিক কালের আলো’কে জানান, ‘মানিক মিউজিক’ নামে ইউটিউবভিত্তিক এই প্রতিযোগিতায় দেশ ও দেশের বাইরের বিভিন্ন জায়গা থেকে শিল্পীদের কণ্ঠে গান জমা পড়েছিল এক হাজার ৯২৫টি। গত ছয় মাস যাচাই ও বাছাই করে সেখান থেকে চূড়ান্ত পর্বের জন্য উত্তীর্ণ করা হয়েছে পাঁচজন প্রতিযোগীকে।
তাঁরা হলেন- এবি সিদ্দিক (লালমনিরহাট), ইমতিয়াজ আহমেদ (নারায়ণগঞ্জ), আবদুল্লাহ বিন ফয়েজ (ঢাকা), আব্বাস খান (কলকাতা) এবং সাজ্জাদ মনির (ঢাকা)।
আগামী ৬ এপ্রিল রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘স্টার ভয়েস কনটেস্ট-২০১৮’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। এই স্বর্ণমঞ্চে দেশের গুণীজন ছাড়াও বরেণ্য সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর উপস্থিত থাকার কথা রয়েছে।
মূল পর্বের এই আসরে সেলিব্রেটি বিচারক হিসেবে থাকবেন প্রখ্যাত গীতিকবি ও সংগীতজ্ঞ শহীদুল্লাহ ফরায়জী। স্টার মেকার বিচারক হিসেবে জনপ্রিয় লেখক, নাট্যকার ও গীতিকার অনুরূপ আইচ এবং স্টার ভয়েস বিচারকের আসনে থাকছেন নাট্যকার ও গীতিকার রেজাউর রহমান রিজভী। চূড়ান্ত পর্বের বিচারকর্মের সমন্বয়ক হিসেবে রেডিও ব্যক্তিত্ব ও কবি আবিদ আজম থাকবেন। এ ছাড়া অ্যাসোসিয়েট জাজ হিসেবেও তিনি কাজ করবেন।
সেভেন্টিওয়ান টেলিমিডিয়ার আয়োজনে স্টার ভয়েস কনটেস্টের ডিজাইন যৌথভাবে করেছেন জায়েদ হাসনাইন ও মোজাম্মেল প্রধান।
নচিকেতা ও মানিকের যৌথভাবে কনটেস্টের একটি থিম সং গেয়েছেন। গানের প্রথম লাইনগুলো হলো, ‘আয় ভোর আয় ভোর, তোর জন্য এই স্বপ্ন দেখা, দিন যায় রাত যায়, তোরই অপেক্ষায়, তোকে পেলেই পাবো মুক্তির রেখা’।