১৯৭১ সালের পর এ দেশ থেকে কেউ ভারতে যায়নি : কাদের
প্রকাশিতঃ 12:14 am | September 04, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আসামের এনআরসি নিয়ে অহেতুক উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’ তিনি বলেন, ‘১৯৭১ সালের পর এ দেশ থেকে কেউ ভারতে যায়নি।’
মঙ্গলবার(৩ সেপ্টেম্বর) বিকেলে আওয়ামী লীগের সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। এর আগে দলের সম্পাদকমণ্ডলির সভা অনুষ্ঠিত হয়।
ওবায়দুল কাদের জানান, রোহিঙ্গা ও আসামের এনআরসি ইস্যু এক করে দেখলে চলবে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ভারত সরকারের যে সিদ্ধান্ত, আগামী চার মাসে যাদের স্টেটলেস বলে ডিক্লেয়ার করা হয়েছে তাদের আপিল করার সুযোগ আছে। আর আমরা সাধারণভাবে জানি ১৯৭১ সালের পর বাংলাদেশের কোনো লোক ইন্ডিয়াতে যায়নি বা মাইগ্রেট করেনি। কাজেই আমাদের এখনই নিজেদের ঘাড়ে নিজেরা দোষ চাপানোর কোনো কারণ নেই। এ ব্যাপারে আমাদের তারা আশ্বস্ত করেছে। আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো বিষয় এখন পর্যন্ত নেই।’
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ কূটনীতিকভাবে ব্যর্থ হয়নি দাবি করে মন্ত্রী বলেন, ‘কূটনৈতিক প্রয়াস আরো জোরদার হবে এবং মিয়ানমারের ওপর চাপ অব্যাহত থাকবে।’
কালের আলো/বিএআর/এমএইচএ