বাংলাদেশের অগ্রযাত্রাকে অব্যহত রাখতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ 6:41 pm | March 25, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের তালিকায় আসা বাংলাদেশ বিশ্বের বুকে এরইমধ্যে সম্মানজনক অবস্থানে এসেছে। বাংলাদেশের এই অগ্রযাত্রাকে অব্যহত রাখতে হবে। দেশের জন্য আরও সম্মান বয়ে আনতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকার ওসমানী মিলনায়নে এ বছর স্বাধীনতা পদক পুরস্কার দেওয়া শেষে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এ কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ বীরের জাতি, কারো কাছে মাথা নত করে আমরা থাকব না, কারো কাছে হাত পেতে চলব না।’

দেশ গঠনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা সাড়ে তিন বছরে যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে গড়ে তুলেছিলেন। সাড়ে তিন বছরেই প্রদেশ থেকে রাষ্ট্রে পরিণত হওয়া নতুন একটি দেশ স্বল্পোন্নত দেশের স্বীকৃতি পেয়েছিল। ৭৫ এ হত্যাকাণ্ডের পর দেশ আরও পিছিয়ে যায়। আমরা ৪৩ বছর পর স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে এসেছি। এটি দুর্ভাগ্য যে, অনেক পরে আমাদের এই স্বীকৃতি অর্জন করতে হলো।’

শেখ হাসিনা বলেন, ‘উন্নয়নশীল দেশ হতে হলে জাতিসংঘের তিনটি শর্তের মধ্যে দুটো শর্ত পূরণ করা হলেই স্বীকৃতি পাওয়া যায়। আমরা তিনটি শর্ত বড় ব্যবধানে পূরণ করতে পেরেছি।’

স্বাধীনতা পদক পুরস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘এই পদক পুরস্কার অনুষ্ঠানের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম দেশপ্রেমে আরও উদ্বুদ্ধ হবে। দেশকে তারা আরও ভালোবাসতে পারবে বলে আশা করি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ আরও এগিয়ে যাবে।’

কালের আলো/এমএস