জাতীয় স্মৃতিসৌধে বিরোধী দলীয় নেতার শ্রদ্ধা
প্রকাশিতঃ 6:19 pm | March 26, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
মহান স্বাধীনতা দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি। সোমবার (২৬ মার্চ) সকাল ৬ টায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী’র পর বিরোধী দলীয় নেতা পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মরণে কয়েক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। বিরোধী দলীয় নেতার সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এ.বি.এম.রুহুল আমিন হাওলাদার, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এমপি, ফকরুল ইমাম এমপি প্রমুখ।
পুস্পস্তবক অর্পণ শেষে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি বলেন, বাঙালি জাতির জীবনে গৌরবদীপ্ত দিন মহান স্বাধীনতা দিবস। নিজস্ব ভাষা, সংস্কৃতি, ভূ-খন্ডের সমন্বয়ে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সশস্ত্র লড়াই শুরু হয়েছিল এই দিনে। আর এরই ধারাবাহিকতায় অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।
কালের আলো/আরএম/এসএস