চুয়াডাঙ্গাবাসীর জন্য আরেকটি সুসংবাদ : পুলিশের সর্বোচ্চ মর্যাদায় মীর শহীদুল
প্রকাশিতঃ 9:45 am | September 13, 2019
নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
মাত্র দুই সপ্তাহের ব্যবধানে আরেকটি সুসংবাদ পেয়েছে চুয়াডাঙ্গা জেলার বাসিন্দারা। নিজেদের ঘরের ছেলে মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা মহানগর পুলিশের প্রধান ‘অধিকর্তা’ হওয়ার পর তাদের আরেকজন কৃতি সন্তান স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলাম সচিব পদমর্যাদায় গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন।
পুলিশের সর্বোচ্চ মর্যাদায় শহীদুল ইসলামের পদায়নের খবরটি চুয়াডাঙ্গাবাসীর জন্য খুশির খবর হয়ে এসেছে। সৎ, মেধাবী ও পেশাদার এ পুলিশ কর্মকর্তার এমন সাফল্যে তাঁরা উচ্ছ্বসিত এবং গর্বিত। অতীতের মতোই শতভাগ পেশাদারিত্বের মাধ্যমেই সামনের দিনগুলোতেও মীর শহীদুল নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে সক্ষম হবেন এমনটিই মনে করেন চুয়াডাঙ্গার বাসিন্দারা।
গত বুধবার (১১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মীর শহীদুল ইসলামকে এ পদোন্নতি দেওয়া হয়।
ছাত্রজীবন থেকেই স্বাধীনতার স্বপক্ষের শক্তির পক্ষে সক্রিয় থাকা মীর শহীদুল ইসলাম ১৯৮৬ সালে বিসিএসের (৮ম ব্যাচ) কর্মকর্তা। তিনি ১৯৮৯ সালের ২০ ডিসেম্ব^র পুলিশে যোগ দেন। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রী অর্জন করেন।
মীর শহীদুল ইসলাম কর্মজীবনে কুমিল্লা, সুনামগঞ্জ ও হবিগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ডিএমপি, কেএমপি, বিএমপি, সিআইডি, পুলিশ সদর দপ্তরে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি অতিরিক্ত ডিআইজি (যুগ্ম পুলিশ কমিশনার) হিসেবে ঢাকা মেট্টোপলিটন পুলিশ এবং ডিআইজি (আরএন্ডএমটি) পুলিশ হেডকোয়াটার্স, ডিআইজি রাজশাহী রেঞ্জ, ডিআইজি স্পেশাল ব্রাঞ্চ হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
অতিরিক্ত আইজিপি হিসেবে তিনি ২০১৭ সালের অক্টোবরে পদোন্নতি লাভ করে পুলিশ সদর দপ্তরে কর্মরত ছিলেন। গত বছরের ২৫ জানুয়ারি তিনি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধানের দায়িত্ব পান। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও কৃতিত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
মীর শহীদুল ইসলাম বাংলাদেশ পুলিশে নিজের অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৫ ও ২০১৯ সালে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পুলিশ পদক ‘বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) এবং ১৯৯৭ সালে রাষ্ট্রপতি পুলিশ মেডেল (পিপিএম) প্রাপ্ত হন।
পুলিশের অন্যতম এ শীর্ষ কর্মকর্তা সিআইডিতে থাকাকালে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা এবং বিডিআর বিদ্রোহ মামলার তদারককারী কর্মকর্তা ছিলেন এবং ২০০১ সালের জাতীয় নির্বাচন পরবর্তী সহিংসতা তদন্তে গঠিত ৩ সদস্য বিশিষ্ট বিচার বিভাগীয় তদন্ত কমিশনের সদস্য হিসেবে গুরুদায়িত্ব পালন করেন।
কালের আলো/এসআর/এমএএএমকে