গৌরীপুরে পুলিশের এসআইকে ছুরিকাঘাত

প্রকাশিতঃ 2:08 am | March 28, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
ময়মনসিংহের গৌরীপুরে আসাদুজ্জামান আসাদ (৪০) নামে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) ছুরিকাঘাত করেছে স্থানীয় এক মাদক বিক্রেতা। গুরুতর আহত ওই এসআইকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মার্চ) দিনগত রাত সোয়া ১২ টার দিকে উপজেলার জেলখানা রোড এলাকায় এ ঘটনা ঘটে। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন কালের আলোকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান ওই এলাকায় উজ্জ্বল নামে এক মাদক বিক্রেতাকে ধরতে গিয়েছিলেন। এ সময় তাকে পেছন থেকে ছুরিকাঘাত করে ওই মাদক বিক্রেতা পালিয়ে যায়।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফরহাদ হোসেন কালের আলোকে জানান, এসআই আসাদের অবস্থা আশঙ্কামুক্ত নয়। অতিরিক্ত রক্তক্ষণের কারণে তাঁর ব্লাডের বলিউম কমে গেছে। তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে।

কালের আলো/আরএম