অনুমতি মেলেনি, বিএনপির সমাবেশ স্থগিত
প্রকাশিতঃ 8:04 pm | March 28, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী বৃহস্পতিবার ডাকা জনসভা স্থগিত করা হয়েছে। প্রশাসনের অনুমতি না মেলায় শেষ পর্যন্ত জনসভাটি স্থগিত করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে বিএনপি।
বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
রিজভী বলেন, “এখন পর্যন্ত জনসভা করার অনুমতি দেয়নি সরকার। ফলে জনসভাটি স্থগিত করা হয়েছে।”
এটি সরকারের স্বৈরাচারী আচরণের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, “বিএনপির মতো এতো বড় রাজনৈতিক দলকে শান্তিপূর্ণ জনসভার অনুমতি না দেয়া স্বৈরাচারী আচরন সরকারের।”
এর আগে, বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সরকারের স্বৈরাচারের ডাইমেনশনটা উন্মোচিত হচ্ছে যখন একটি প্রধান রাজনৈতিক দলকে জনসভার করতে দেয়া হচ্ছে না। অন্য ছোট-খাটো দলকেও এরমধ্যেই সোহরাওয়ার্দি উদ্যানে জনসভা করতে দিয়েছেন। তাহলে বিএনপিকে দিচ্ছেন না কেনো? সরকার সমাবেশ আতঙ্কে ভোগছেন। বিএনপি সমাবেশ করলেই যে লক্ষ মানুষের ঢল নামবে- এই ভয়ে কী আপনারা (সরকার) অনুমতি দিতে চাচ্ছেন না। নাকী গণতন্ত্রের বৃহৎ পরিসর যেন বিস্তার লাভ না করে সেই জন্য দিচ্ছেন না। আসলে মনের মধ্যে তো আছেন একদলীয় জমিদারী কর্তৃত্বের আকাঙ্ক্ষায়। সেই করণে বৃহত্তর রাজনৈতিক দলকে সমাবেশ করতে দেবেন না তিনি (সরকার প্রধান) অবৈধ রাষ্ট্র ক্ষমতার জোরে।”
কালের আলো/আরএম