দেশের ক্ষুদে ফুটবলাররা আগামী দিনে বিশ্বকাপ খেলবে: প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ 10:13 pm | March 28, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দেশের ক্ষুদে ফুটবলাররা আগামী দিনে বিশ্বকাপ খেলবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে এই আশা প্রকাশ করেন তিনি।

ফুটবলে মেয়েদের সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘মেয়েরা সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও ভারতে সাফ চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয়েছে। এসব খেলোয়াড়রা এখান থেকেই উঠে এসেছে। যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন। আমার আশা, আজকের ক্ষুদে খেলোয়াড়রা আগামীতে বিশ্বকাপ খেলতে যাবে।’

সরকার খেলাধুলা ও সংস্কৃতি চর্চাকে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তার কথায়, ‘খেলাধুলা ও সংস্কৃতি চর্চাকে গুরুত্ব দিচ্ছি আমরা।’

বঙ্গবন্ধু কন্যা আরও বলেন, ‘এখানে আসতে পেরে আমি আনন্দিত। যারা বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গামাত ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপে অংশ নিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি।’

বঙ্গবন্ধু গোল্ডকাপে কক্সবাজারের পেকুয়া উপজেলার পূর্ব উজানটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে পাবনার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপের ফাইনালে ঝিনাইদহের শৈলকুপার দোহার সরকারি প্রাথমকি বিদ্যালয় টাইব্রেকারে ৫-৪ গোলে ময়মনসিংহের নান্দাইলের পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জিতেছে।

 

কালের আলো/আরএম