খালিয়াজুরিতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিতঃ 5:01 pm | September 21, 2019

কালের আলো প্রতিবেদক:

নেত্রকোণার খালিয়াজুরিতে ৫টি ব্যবস্যা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে নেত্রকোনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে ৩২০০০ টাকা জরিমানা করা হয়।

শনিবার(২১ সেপ্টেম্বর) খালিয়াজুরি উপজেলার খালিয়াজুরি বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মা ট্রেডার্সকে মেয়াদবিহীন পণ্য বিক্রির জন্য ১০০০০ টাকা, মেয়াদোত্তীর্ণ পণ্যের জন্য অন্তর স্টোরকে ৬০০০ টাকা এবং তপন স্টোরকে ৩০০০ টাকা, মিলন মেডিকেল হলকে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির জন্য ৩০০০ টাকা এবং অস্বাস্হ্যকর পরিবেশের জন্য হোটেল সাদিয়াকে ১০০০০ টাকাসহ ৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩২০০০ টাকা জরিমানা করা হয়।

এসময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষধ, চিপস, লবন, আচাঁর, সেমাই, পাইপ আইসক্রিম ইত্যাদি ধ্বংস করা হয়।

অভিযান শেষে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করে তাদেরকে ভোক্তা আইন সম্পর্কে অবহিত করা হয়।

এসময় নেত্রকোণা জেলার স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হক, জেলা বাজার কর্মকর্তা আজমল হোসাইন, মোহনগঞ্জ উপজেলার স্যানিটরি ইন্সপেক্টর শম্ভুনাথ সরকার এবং খালিয়াজুরি উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ফজলুল হক খান উপস্থিত ছিলেন।

কালের আলো/এনআর/এমএম