আন্ত:বাহিনীর সাঁতারুরা ‘অ্যাম্বাসেডর’ হিসেবে কাজ করবেন : সিজিএস সফিকুর রহমান (ভিডিও)
প্রকাশিতঃ 7:54 pm | September 22, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
আন্ত:বাহিনীর সাঁতারুরা ‘অ্যাম্বাসেডর’ হিসেবে কাজ করবেন এবং সাধারণ সদস্যদের মাঝে সাঁতার জনপ্রিয় করতে উৎসাহ প্রদান করবেন-এমন মন্তব্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মো: সফিকুর রহমান।
ভাতৃত্বপূর্ণ মনোভাব নিয়ে আন্ত:বাহিনীর সদস্যরা সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জানিয়ে তিনি বলেন, ‘সাঁতার এমন একটি ব্যায়াম। যেটাকে বলা হয় সর্বোৎকৃষ্ট ব্যায়াম। এখানে শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গের একটি সুষম ব্যায়াম হয়ে থাকে।
আমার প্রত্যাশা থাকবে আমাদের ক্রীড়াক্ষেত্রে সাঁতারের যে সুনাম সেটিকে প্রত্যেকে ধরে রাখবে। একই সাথে দৈনন্দিন যে শারীরিক পরিচর্যা সেখানেও সাঁতার একটি অনুসঙ্গ হিসেবে গ্রহণ করতে হবে।’
রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার বনানীস্থ আর্মি সুইমিং কমপ্লেক্সে আন্ত:বাহিনী সাঁতার, ওয়াটার পোলো এবং ডাইভিং প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবীর সৈনিকরা উপস্থিত ছিলেন।

সাঁতার বর্তমান বিশ্বে অত্যন্ত জনপ্রিয় একটি খেলা, এমনটি উল্লেখ করে বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মো: সফিকুর রহমান বলেন, ‘অলিম্পিকসহ যেসব ক্রীড়া উৎসব হয় সেখানে সাঁতার একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট।
বাংলাদেশ নদী মাতৃক দেশ। আমরা যারা গ্রামে বাস করি তাঁরা সকলেই ছোটবেলায় স্বাভাবিকভাবেই সাঁতার শিখে থাকি’, যোগ করেন তিনি।
বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ (সিজিএস) বলেন, ‘আমাদের সাঁতারের অবকাঠামোকে আন্তর্জাতিকমানে উন্নীত করতে হবে। কিন্তু আমাদের যে মানের সুইমিং পুল বা সুযোগ সুবিধা থাকা দরকার সেগুলো শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যক জায়গায় থাকার কারণে স্বাভাবিকভাবেই সবাই সাঁতার জানলেও বিশেষ দক্ষতা অর্জন করতে পারে না।’

তিনি বলেন, ‘আমাদের সেনা সদর দপ্তরেও রয়েছে আন্তজার্তিকমান সম্পন্ন সুইমিং পুল। এজন্য আমাদের প্রত্যাশা যে বাংলাদেশ ধীরে ধীরে সাঁতারের শেষ সীমা অতিক্রম করে আন্তর্জাতিক পরিমন্ডলেও দক্ষতা অর্জন করবে এবং দেশের জন্য অনেক সম্মান বয়ে আনতে পারবে।’
নৌবাহিনী চ্যাম্পিয়ন, রানার্সআপ সেনাবাহিনী
বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে আন্ত:বাহিনী সাঁতার, ওয়াটার পোলো এবং ডাইভিং প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মো: সফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ প্রতিযোগিতায় নৌ বাহিনী দল ১৪ টি স্বর্ণ, ১৭ টি রৌপ্য ও ৮ টি ব্রোঞ্জ পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়। আর ৯ টি স্বর্ণ, ৬ টি রৌপ্য ও ১১ টি ব্রোঞ্জ পদক পেয়ে সেনাবাহিনী দল রানার্সআপ হয়।

প্রতিযোগীতায় বাংলাদেশ নৌবাহিনী দলের পিও (মিউজ) সাদি মো: মহসীন শ্রেষ্ঠ ডাইভার ও পিও (রাইটার) মো: মাহমুদুন্নবী নাহিদ শ্রেষ্ঠ সাতারু এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট মো: শফিকুল ইসলাম শ্রেষ্ঠ ওয়াটার পোলো খেলোয়ার ও ল্যান্স কর্পোরাল মো: জুয়েল রানা সর্বোচ্চ গোলদাতা হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
কালের আলো/এমএ/ এমএএএমকে