শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়ক নির্মাণের শুরুতেই অনিয়ম, প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিতঃ 9:36 pm | December 23, 2017

নেত্রকোনা জেলার শ্যামগঞ্জ-দুর্গাপুর পর্যটন মহাসড়ক নির্মাণ প্রকল্পে শুরুতেই অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে ময়মনসিংহে বসবাসরত নেত্রকোনাবাসী।

শনিবার দুপুরে নগরীর টাউন হলের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন- দুর্গাপুর নাগরিক কমিটির সভাপতি আমিনুল হক, সাবেক কেন্দ্রীয় বাগাছাস নেতা সজিব রেমাং, দুর্গাপুর পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক মোবেন ইবনে সাঈদ, জাহাঙ্গীর আলম, খাইরুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, দুর্গাপুর, কলমাকান্দা ও পূর্বধলাবাসীর দীর্ঘ আকাঙ্খিত স্বপ্নের এ মহাসড়ক বাস্তবায়নের শুরুতেই দুর্নীতি ধরা পড়ায় সাধারণ জনগণ অত্যন্ত বিস্মিত ও চিন্তিত। প্রকল্পটির কাজ সঠিকভাবে না হলে এলাকাবাসী ও পর্যটকরা বঞ্চিত হবে।

অবিলম্বে ওয়ার্ক অর্ডার অনুযায়ী সঠিকভাবে শ্যামগঞ্জ-দুর্গাপুর পর্যটন মহাসড়ক নির্মাণ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।