ময়মনসিংহ সিটি কর্পোরেশন: প্রধানমন্ত্রীকে বিরোধী দলীয় নেতার অভিনন্দন

প্রকাশিতঃ 7:30 pm | April 02, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :

কয়েক দশকের স্বপ্ন পূরণ হয়েছে। ময়মনসিংহ পৌরসভা অবশেষে উন্নীত হয়েছে সিটি কর্পোরেশনে। ময়মনসিংহ বিভাগের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সিটি কর্পোরেশনের এ দাবিও আদায় করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য বেগম রওশন এরশাদ।

দৈনিক কালের আলো’র সঙ্গে সোমবার (০২ এপ্রিল) সন্ধ্যায় মোবাইলে আলাপকালে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু’হাত ভরে ময়মনসিংহবাসীকে দিয়েছেন। তিনি আমাকে কথা দিয়েছিলেন ময়মনসিংহ বিভাগ হবে। তিনি কথা রেখেছেন।

বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ কালের আলোকে আরো বলেন, প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন ময়মনসিংহ পৌরসভা সিটি কর্পোরেশনে উন্নীত হবে। আমাদের প্রধানমন্ত্রী আবারো প্রমাণ করেছেন তিনি অঙ্গীকার বাস্তবায়ন করেন। আমি ময়মনসিংহবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

 

কালের আলো/এসআর/এএ