জামিনে মুক্ত নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি
প্রকাশিতঃ 11:23 pm | April 05, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
প্রায় দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহ মোহাম্মদ শাহাবুল আলম।
বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা তিনটি মামলায় বৃহস্পতিবার (০৫ এপ্রিল) দুপুরে হাইকোর্ট থেকে এক বছরের জন্য তিনি জামিন পান বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মামলার আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আফজাল হোসেন মৃধা।
তিনি জানান, জামিনে মুক্তির পর কেরাণিগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে বের হন এ ছাত্রদল নেতা।
এর আগে, গত ০৮ ফেব্রুয়ারি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়ের দিন রাজধানীর কাকরাইল এলাকায় তাঁর গাড়িবহর থেকে আটক হন কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহাবুল। পরে তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে তিনটি মামলা দায়ের করে রমনা মডেল থানা পুলিশ।
কালের আলো/এসআর/এমএ