নরসিংদীর সড়কে ঝরলো ১০ প্রাণ

প্রকাশিতঃ 7:45 pm | April 06, 2018

কালের আলো ডেস্ক:

নানা প্রচার-প্রচারণা আর বড় বড় দুর্ঘটনা সত্ত্বেও কোনোভাবেই থামছে না বেপরোয়া গাড়ি চালানো। চলছে বিপদজনক ওভারটেকিং। সড়ক যেন হয়ে উঠেছে অঘোষিত মোটর রেসের ক্ষেত্র। ফলে অকালে প্রাণ হারাতে হচ্ছে অনেককে। আবার অঙ্গ হারিয়ে পঙ্গু হচ্ছেন কেউ কেউ।

নরসিংদীতে শুক্রবার সকাল থেকে বিকেলের মধ্যে সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১০টি তাজা প্রাণ।

এর মধ্যে সকাল সাড়ে ৭টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার তারাবাগ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও ট্রাকের মধ্যে চাপা পড়ে দুই মোটরসাইকেলের চার আরোহী নিহত হন। তারা হলেন- ইয়ামিন (১৯), সোহাগ (২২), রমজান (১৯) ও আলী (২৫)। তাদের ঠিকানা পাওয়া যায়নি।

এরপর দুপুরে সদর উপজেলার শাহী প্রতাপ এলাকায় মাইক্রোবাস চাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী আমিরুল ইসলাম (২৯) ও তার স্ত্রী মানসুরা (২৬)। তাদের বাড়ি নরসিংদীর মাধবদী থানার বিরামপুর গ্রামে।

বিকেল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী উপজেলার চুনপাড়ায় অটোরিকশা এবং প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত তিনজন নিহত হন। তারা হলেন- রতন মিয়া (৪০), মুগবুল হোসেন (৩৫), রিকশাচালক কাশেম মিয়া (২৮)।

অপরদিকে রায়পুরা উপজেলার মাহমুদাবাজ গ্রামে ট্রলিচাপায় শামীম (৯) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

সংশ্লিষ্ট থানা পুলিশ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

কালের আলো/এমএ