‘যারা রক্তদান করছেন তাদের জীবন স্বার্থক’

প্রকাশিতঃ 8:11 pm | April 06, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয় বলেছেন, আপনারা যারা রক্তদান করছেন, আপনাদের জীবন স্বার্থক। কেননা আপনাদের রক্তেই বেঁচে যাচ্ছে অন্যের জীবন।

শুক্রবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি জীবনমানের উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, আমরা অর্থনৈতিক অগ্রগতি অর্জন করছি। দেশ এগিয়ে যাচ্ছে। আমরা স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করেছি। ভবিষ্যতে উন্নত দেশের পর্যায়ে যাবো। কিন্তু আমাদের জীবন মান বিশেষ করে শুধুমাত্র অর্থনৈতিক বিষয়টিতেই নয়, সামাজিকভাবে, পারিবারিকভাবে যদি সুখী না হই, তাহলে অর্থনৈতিক উন্নয়নের ফসল কাজে লাগাতে পারবো না।

কোয়ান্টাম ফাউন্ডেশনের উত্তম জীবনযাপনের চর্চাকে স্বাগত জানান এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়।

অনুষ্ঠানে কমপক্ষে ১০ বার, ২৫ বার এবং ৫০ বার রক্তদান করেছেন- এমন প্রায় দুই শত স্বেচ্ছা রক্তদাতাকে আইডি কার্ড, সার্টিফিকেট, ক্রেস্ট ও মেডেল দিয়ে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. এ বি এম ইউনুস বলেন, দেশে ৩৫ শতাংশ নিরাপদ রক্তের চাহিদা মেটে স্বেচ্ছা রক্তদাতাদের কাছ থেকে। অথচ দেশের ৬ লাখ ব্যাগ চাহিদা পূরণে মাত্র দুই লাখ স্বেচ্ছা রক্তদাতাই নিয়মিত রক্তদান করলে এ চাহিদা পূরণ সম্ভব।

সভাপতির বক্তব্যে কোয়ান্টাম স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের প্রধান সমন্বয়ক মাদাম নাহার আল বোখারী রক্তদাতাদের উদ্দেশ্যে বলেন, আপনারা সেই সমমর্মী মানুষ, যারা মানষের জীবন বাঁচাতে এগিয়ে এসছেন। আপনাদের এই দান উত্তম দান। যার ঋণ কারও পক্ষেই শোধ করা সম্ভব নয়। আপনাদের কাছে আমাদের পরিবার কৃতজ্ঞ, সমাজ কৃতজ্ঞ, জাতি কৃতজ্ঞ। আপনাদের সম্মানিত করে আমরা গৌরববোধ করি।

নিরাপদ ও সুস্থ রক্তের অঙ্গীকার নিয়ে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত ৯ লাখ ৪৯ হাজার ৩শ ৪৪ ইউনিট রক্ত সরবরাহ করতে সক্ষম হয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন।

কালের আলো/এসআর