বন্ধুর বাড়িতে আত্নগোপনে ছিলেন রাজীব, অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার
প্রকাশিতঃ 1:16 am | October 20, 2019
নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানকে গ্রেফতারের পর পরই গা ঢাকা দিয়েছিলেন আরেক বিতর্কিত কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব।
আরও পড়ুন: কাউন্সিলর রাজীবের ‘দিনবদলের দখলবাজি’, দীর্ঘশ্বাসই যেন ‘নিয়তি’ সরফরাজ-ফারুকদের!
ক্যাসিনো, চাঁদাবাজি, জমি দখল, খুন, মাদক বাণিজ্যসহ তাঁর বিরুদ্ধে ইত্যাকার অভিযোগ উঠার পর ডিএনসিসির ৩৩ নম্বর ওয়ার্ডের চতুর এ কাউন্সিলর আত্নগোপন করেন। আর এজন্য তিনি বেছে নেন রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকার চার নম্বর সড়কের ৪০৪ নম্বর একটি বাড়ি। প্রাথমিকভাবে র্যাব জানিয়েছে, এ বাড়িটির ভাড়াটিয়া রাজীবের ঘনিষ্ঠ বন্ধু মিশু হাসান।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার কালের আলোকে জানান, রাত ১১ টার দিকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাজীব ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
আরও পড়ুন: র্যাবের হাতে কাউন্সিলর রাজীব গ্রেফতার
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম গণমাধ্যমকর্মীদের জানান, সি ব্লকের আফতাব উদ্দিন রোডের ৯ তলা ভবনটির সপ্তম তলা থেকে রাজীবকে আটক করা হয়।
এটি তার বন্ধু মিশু হাসানের ভাড়া নেওয়া বাসা। ওই বাসার ভেতরে রাজীবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদসহ বাসাটিতে তল্লাশি করা হচ্ছে।
এর আগে রাত সাড়ে ১০টায় র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, ‘চলমান ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে বসুন্ধরা আবাসিক এলাকার চার নম্বর সড়কের ৪০৪ নম্বর বাড়িটির সপ্তম তলায় অভিযান চালানো হয়।’
র্যাব সূত্র জানিয়েছে, বসুন্ধরা আবাসিক এলাকার ওই বাসা থেকে কিছুক্ষণের মধ্যে রাজীবকে নিয়ে বের হবেন র্যাব সদস্যরা। এ অভিযানে বিদেশী মদের বোতল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, গুলি ও টাকার বান্ডেল। র্যাব এ বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফ করবে কিছুক্ষণের মধ্যে।
এদিকে, রাজীবের মোহাম্মদপুর এলাকার বিলাসবহুল ডুপ্লেক্স বাড়িতে অভিযান চালাবে র্যাব।
কালের আলো/এসআর/এএ