ময়মনসিংহে ডাচ-বাংলার এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন

প্রকাশিতঃ 9:31 pm | April 06, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮ টায় নগরীর দুর্গাবাড়ি রোডে এর শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু। এতে উপস্থিত ছিলেন রিজিওন্যাল হেড এজেন্ট ব্যাংকিং ডিভিশন তানভীর আহমেদ, মহসিন পারভেজ, আনোয়ার উদ্দিন, লিটন, উজ্জল চন্দ্র কর প্রমুখ।

এসময় ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার কার্যক্রম তুলে ধরে বলা হয়, এখানে ব্যাংকের একাউন্ট, বায়োমেট্রিক পদ্ধতিতে টাকা উত্তোলন ও টাকা পাঠানোসহ রেমিটেন্স এখান থেকে সংগ্রহ করা যাবে। এতে সাধারণ মানুষের হাতের নাগালে ব্যাংকিং সেবা পৌঁছে যাবে।

 

কালের আলো/ওএইচ