পল্লী কবি জসীম উদ্‌দীন পদক পেলেন শরীফুল ইসলাম সরকার

প্রকাশিতঃ 12:27 pm | April 07, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সাহিত্যে বিশেষ অবদান রাখায় পল্লী কবি জসীম উদ্‌দীন পদক পেয়েছেন  তরুণ কবি ও বঙ্গবন্ধু শিশু একাডেমী ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সরকার।

শুক্রবার সন্ধ্যায় বগুড়া টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে অনুষ্ঠিত লেখক সম্মেলন ও গুণীজন সংবর্ধনা-১৮ অনুষ্ঠানে তার হাতে এ পদক তুলে দেন অতিথিরা।

পল্লী কবি জসীম উদ্‌দীন পরিষদ বগুড়া’র আয়োজনে এ্যাডভোকেট নূরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা দায়রা জজ শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বগুড়া জেলা পুলিশ সুপার আশরাফ ভূঞা, পল্লী কবি জসীম উদ্‌দীনের পুত্র খুরশেদ আনোয়ার জসীম প্রমুখ।

 

কালের আলো/ওএইচ