স্টার ভয়েস নির্বাচিত হলেন ইমতিয়াজ

প্রকাশিতঃ 10:23 pm | April 07, 2018

শোবিজ প্রতিবেদক, কালের আলো:

কণ্ঠশিল্পী, লেখক ও সাংবাদিক আমিরুল মোমেনীন মানিকের ব্যতিক্রমী ‘স্টার ভয়েস কনটেষ্ট’২০১৭-এর বিজয়ী হয়েছেন নারায়ণগঞ্জের ইমতিয়াজ আহমেদ।

ইউটিউবে প্রকাশিত গানের মান এবং ভিউ, সুর-তাল-লয়, কণ্ঠ এবং মিউজিক ভিডিও বিবেচনা করে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন এক লাখ টাকা।

প্রতিযোগীতায় যৌথভাবে রানার আপ হয়েছেন লামনিরহাটের এবি সিদ্দিক এবং ঢাকার আব্দুল্লাহ বিন ফায়েজ।

শুক্রবার সন্ধ্যায় বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে বসে ‘স্টার ভয়েস কনটেস্ট’র গালা রাউন্ডের জমজমাট আসর। নিজের কথা, সুর ও গাওয়া গান দিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করেন আমিরুল মোমেনীন মানিক।

এতে প্রধান অতিথি ছিলেন, উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ আজাদ রহমান।

উপস্থিত ছিলেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, বাংলাদেশ বাঁশ, বেত ও পাটি শিল্প ফাউন্ডেশনের চেয়ারম্যান এসএম জিল্লুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গাওসুল আজম, টাইম গ্রুপের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শান্ত, হ্যাভেন টিউন স্টুডিও লাইভের ব্যবস্থাপনা পরিচালক গাজী আনাস রওশন, সঙ্গীত পরিচালক ও লেখক তানভীর তারেক, দৈনিক যুগান্তরের বিনোদন সম্পাদক এফ আই দীপু, দৈনিক আমার সংবাদের বিনোদন সম্পাদক ও গীতিকার রকিব হোসেন, দৈনিক জনকণ্ঠের প্রতিদিনের বিনোদন প্রধান সাজু আহমেদ, শিল্পী গোলাম মাওলা।

উপস্থিত ছিলেন- স্টার ভয়েসের সেলিব্রেটি জাজ প্রখ্যাত গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী, স্টার মেকার জাজ জনপ্রিয় লেখক, নাট্যকার ও গীতিকার অনুরূপ আইচ, স্টার ভয়েস জাজ লেখক, নাট্যকার ও গীতিকার রেজাউর রহমান রিজভী এবং এ্যাসোসিয়েট জাজ কবি আবিদ আজম।

অসাধারণ সাংস্কৃতিক পর্ব উপহার দেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুন, তানজিনা রুমা, শাহরিয়ার রাফাত, ক্ষুদে গানরাজ পুষ্পিতা, আব্দুল গনি বিদ্বান এবং আমিরুল মোমেনীন মানিক। চার প্রতিযোগির পরিবেশনায় ৪ টি গানও ছিলো মনোমুগ্ধকর।

পুরো অনুষ্ঠানটির উপস্থাপনা করেন আরজে টুটুল জহিরুল ইসলাম ও তাসমিন। ইউটিউব ভিত্তিক এই প্রতিযোগিতায় গান জমা পড়েছিলো ১৯২৫ টি। সেখান থেকে চূড়ান্ত পর্বের জন্য উত্তীর্ণ হন ৫ জন।

প্রধান অতিথি আজাদ রহমান বলেন, শুদ্ধ সংস্কৃতিকে ছড়িয়ে দিতে না পারা গেলে এই প্রজন্মকে রক্ষা করা কঠিন। তিনি শিল্পীদেরকে বাংলার শেকড়ের সংস্কৃতি চর্চার আহবান জানান।

সেভেন্টিওয়ান টেলিমিডিয়ার আয়োজনে স্টার ভয়েস কনটেস্টের ডিজাইন করেন জায়েদ হাসনাইন এবং মোজাম্মেল প্রধান।

কনটেস্ট এর মিডিয়া পার্টনার চেঞ্জ টিভি ও আইচ নিউজ ডট কম।

চূড়ান্ত পর্বের ৫ প্রতিযোগি ছিলেন: আব্বাস খান (কোলকাতা), সাজ্জাদ মনির (ঢাকা), ইমতিয়াজ আহমেদ (নারায়ণগঞ্জ), আব্দুল্লাহ বিন ফায়েজ (ঢাকা) এবং এবি সিদ্দিক (লালমনিরহাট)।

 

কালের আলো/ওএইচ