আমন্ত্রণ পেলেও আইপিএলে খেলতে যাবেন না আফ্রিদি

প্রকাশিতঃ 12:25 am | April 08, 2018

কালের আলো ডেস্ক:

কাশ্মীর ইস্যু নিয়ে কথার যুদ্ধে জড়িয়ে পড়েছেন পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদি ও একঝাঁক ভারতীয় ক্রিকেটার। অধিকৃত কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ১৩জন নিহত হওয়ার পর মুখ খোলেন আফ্রিদি। এই ঘটনায় টুইটারের মাধ্যমে নিজের হতাশা ও ক্ষোভের কথা জানান তিনি।

ভারতীয় বাহিনীর সমালোচনা করে আফ্রিদি লিখেছিলেন, “ভারত-অধিকৃত কাশ্মীরে ভয়াবহ, উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীনতার কণ্ঠস্বর চাপা দিতে দমনমূলক নীতিতে নিরীহদের গুলি করে মারা হচ্ছে। অবাক হয়ে ভাবি কোথায় গেলো রাষ্ট্রসংঘ, অন্য আন্তর্জাতিক সংস্থাগুলি! কেন এই রক্তপাত থামাতে তারা সচেষ্ট নয়?”

আফ্রিদির এমন মন্তব্যের পর সোশ্যাল মিডিয়া কিংবা ভারতীয় মূল ধারার বিভিন্ন গণমাধ্যমে আফ্রিদির ওপর নিজেদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে থাকেন বিরাট কোহলি, গৌতম গম্ভীর, কপিল দেব থেকে শুরু করে শচীন টেন্ডুলকার পর্যন্ত। কপিল দেব তো আফ্রিদিকে, “কে সে? তাকে কেন এত গুরুত্ব দিচ্ছি আমরা।” বলেও মন্তব্য করেছেন।

বিরাট কোহলির সঙ্গে আফ্রিদির কঠিন বন্ধুত্ব থাকলেও তিনি বলেছেন, দেশের স্বার্থে অবশ্যই তিনি দেশের পক্ষেই থাকবেন। এই ঘটনায় শচীন টেন্ডুলকার তো আফ্রিদিকে ‘আউট সাইডার’ হিসেবে আখ্যায়িত করেন। বলেছেন, তারা নিজেরাই দেশ চালাতে জানেন না। বাইরের কারও উপদেশ দেয়ার প্রয়োজন নেই।

ভারতীয় ক্রিকেটারদের ক্রমাগত আক্রমণের মুখে অবশেষে মুখ খুলেছেন আফ্রিদি। পাক ফ্যাশন ডট নেটের সম্পাদক সাজ সাদিকের এক প্রশ্রে জবাবে শহিদ আফ্রিদি বলেন, “আমার টুইট নিয়ে কয়েকজন ব্যক্তি প্রতিক্রিয়া দেখিয়েছে। এসব নিয়ে আমি মোটেও চিন্তিত নই। কারণ, আমি বিশ্বাস করি যে, আমি সত্য কথা বলেছি এবং সত্য কথা বলাটা আমার মৌলিক অধিকার।”

এছাড়া আফ্রিদি জানান, তার এ ধরনের টুইটে কী ধরনের প্রতিক্রিয়া আসতে পারে ভারত থেকে। এ জন্য মানসিকভাবে প্রস্তুতও ছিলেন তিনি। এ কারণে, শচীন-কোহলিদের কাছ থেকে বাজে প্রতিক্রিয়া নিয়ে তিনি বলেন, “আমন্ত্রণ পেলেও তিনি আইপিএলে খেলতে যাবেন না। কারণ, আইপিএলের চেয়ে তিনি মনে করেন পাকিস্তানের পিএসএলই সেরা।”

 

কালের আলো/এসআর