জেএমবি’র পলাতক সক্রিয় সদস্য রাশেদ ফেনী থেকে গ্রেফতার

প্রকাশিতঃ 7:44 pm | April 08, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মোজাহেদীন বাংলাদেশের (জেএমবি) পলাতক সক্রিয় সদস্য মো: রাশেদ উল ইসলামকে (২১) ফেনী থেকে গ্রেফতার করেছে ময়মনসিংহ র‌্যাব-১৪।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাশেদ তাঁর জঙ্গি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। রাশেদ ফেনীর সোনাগাজী থানাধীন দারুল উলামা মাদ্রাসায় অধ্যয়নরত ছিল। ময়মনসিংহের ত্রিশাল থানার সন্ত্রাস বিরোধী আইনে ২০১৭ সালের ০৩ নভেম্বর দায়ের করা একটি মামলার পলাতক আসামি রাশেদ।

রোববার দুপুরে র‌্যাবের কোম্পানি কমান্ডার (সিও) লে: কর্ণেল মো: শরীফুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি জানান, গ্রেফতারকৃত রাশেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গি গোষ্ঠীর কর্মকান্ডের পোস্ট প্রকাশ করতো। এরপর তাঁর সঙ্গে নব্য জেএমবি’র আরেক সদস্য মো: ইসমাইল হোসেনের বন্ধুত্ব গড়ে ওঠে। ইসমাইলের মাধ্যমেই রাশেদের পরিচয় ঘটে আবু শাম নামক একই গ্রুপের আরেক সদস্যের সাথে।

তিনি জানান, এ তিনজন স্বল্প সময়ের মধ্যে জিহাদি প্ররোচনায় এক অপরকে উদ্বুদ্ধ করে তোলে এবং নাশকতা সংঘটনের উদ্দেশ্যে ইসলামের নামে অপব্যাখ্যা দিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে লোকজনকে দলে টানতে শুরু করে।

এই নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে ইতোমধ্যে র‌্যাব-১৪ বগুড়া থেকে ইসমাইল এবং ময়মনসিংহের ত্রিশাল থেকে আবু শামকে গ্রেফতার করে। এতে করে রাশেদ তার কার্যক্রম শিথিল করে আত্নগোপন করে।

পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (০৭ এপ্রিল) রাতে র‌্যাব-১৪’র একটি দল সহকারী পুলিশ সুপার (এএসপি) মো: হাফিজুল ইসলাম বাবু’র নেতৃত্বে ফেনী জেলা শহর থেকে রাশেদ উল ইসলামকে (২১) গ্রেফতার করে। পরে তাকে ত্রিশাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

কালের আলো/এসএ