ইমরান এইচ সরকারের বিবাহবিচ্ছেদ!
প্রকাশিতঃ 12:06 pm | April 10, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের সঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মেয়ে নাদিয়া নন্দিতা ইসলামের বিবাহবিচ্ছেদ হয় বলে জানিয়েছেন খোদ শিক্ষামন্ত্রী। সোমবার সকালে মন্ত্রিসভা বৈঠক সূত্রে এমনটিই জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মন্ত্রী বলেন, “বৈঠকে আলোচনার এক পর্যায়ে শিক্ষামন্ত্রীকে বলা হয়, আপনার জামাই তো বিতর্কিত অবস্থান নিয়েছে। তখন শিক্ষামন্ত্রী মন্ত্রিসভা কমিটির উদ্দেশে বলেন, “সকলের অবগতির জন্য জানিয়ে রাখা প্রয়োজন যে, ডা. ইমরান এইচ সরকারের সঙ্গে আমার পরিবারের বর্তমানে কোনো সম্পর্ক নাই। আমার মেয়ের সঙ্গে তার বিয়ে হয়েছিল। কিন্তু গত তিনমাস আগে তাদের ডিভোর্স হয়ে গেছে।”
তবে বিবাহবিচ্ছেদের বিষয়ে জানতে ইমরান এইচ সরকারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
এদিকে, সরকারি চাকরিতে কোটা পদ্ধতির বিরুদ্ধে শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে বৈঠকে ডা. ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গুজবের অভিযোগ ছড়ানো প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, “কোটা নিয়ে কেউ যদি গুজব এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে থাকে, তবে তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।”
ডা. ইমরান এইচ সরকার গণজাগরণ মঞ্চের অন্যতম উদ্যোক্তা সংগঠন ‘ব্লগার এন্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক’ (বোয়ান) এর মুখপাত্র।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পারিবারিকভাবে মন্ত্রীকন্যা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক নাদিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইমরান এইচ সরকার।
কালের আলো/ওএইচ