সাংবাদিককে মারধর করে বাথরুমে আটকে রাখলেন মেয়র!

প্রকাশিতঃ 9:41 pm | October 04, 2017

শহিদ মুক্তিযোদ্ধা জাহাজমারা হাবিবুর রহমান হাবিবের ছেলে দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর প্রতিনিধি আতিকুর রহমান আতিককে নিজ কার্যালয়ের বাথরুমে আটকে রেখে নির্যাতন করেছেন টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার মেয়র শহীদুজ্জামান শহীদ।

বুধবার বেলা একটার সময় তাকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে বিকেল চারটার সময় ছেড়ে দেয়া হয় তাকে। বাথরুমে ঢুকানোর আগে মেয়রের সহযোগীরা তাকে শারিরীকভাবে লাঞ্ছিত করে।

সাংবাদিক আতিক ও তার সহকর্মীরা জানান, মঙ্গলবার (৩ অক্টোবর) ‘বাংলাদেশ প্রতিদিনে ‘ঘাটাইল পৌর মেয়রের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্যবসায়ীদের’ শিরোনামে জনদুর্ভোগের একটি সংবাদ প্রকাশ করা হয়। সেই দুর্ভোগের খবর বুধবার (৪ অক্টোবর) সাংবাদিক আতিক সরাসরি সম্প্রচার করেন বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে।

পরে এ বিষয়ে বুধবার (৪ অক্টোবর) দুপুরে তিনি ঘাটাইল পৌরসভার মেয়র শহীদুজ্জামান শহীদের বক্তব্য নিতে পৌরভবনে যান। তখন নিজের বিরুদ্ধে করা নিউজের জন্য সাংবাদিক আতিককে গালাগাল ও শারিরীকভাবে লাঞ্ছিত করেন। পরে তিনজন পুলিশের উপস্থিতিতে মেয়রের নির্দেশে তার সহযোগীরা সাংবাদিক আতিককে বাথরুমে আটকে রাখেন। পরে বিকেল চারটার দিকে অন্যান্য সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে আতিককে মুক্ত করেন।

জানা গেছে, বাথরুমে ঢুকানোর আগে সাংবাদিক আতিকের কাছ থেকে ক্যামেরার মেমোরিতে থাকা দুর্ভোগের ধারণ করা ভিডিও দৃশ্য কেড়ে নেয়ার চেষ্টা করা হয়। কিন্তু আতিক তা দিতে অস্বীকৃতি জানালে তাকে সেখানে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর প্রতিনিধি আতিকুর রহমান আতিককে মেয়র এর নিজ কার্যালয়ের বাথরুমে আটকে রাখেন টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার মেয়র শহীদুজ্জামান শহীদ।

এ বিষয়ে তার মতামত জানতে মেয়রের মোবাইলে যোগাযোগ হলে তিনি কোন কথা বলতে রাজি হননি।