অবশেষে এমপি মোয়াজ্জেমের দ্বিতীয় স্ত্রী স্কুল শিক্ষিকা ঝুমুর বরখাস্ত
প্রকাশিতঃ 9:40 am | November 09, 2019
কালের আলো ডেস্ক: বহুল আলোচিত স্কুল শিক্ষিকা তানভী ঝুমুরকে অবশেষে বরখাস্ত করা হয়েছে।
তানভী ঝুমুর সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা-মধ্যনগর) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের দ্বিতীয় স্ত্রী। তিনি ১০ মাস ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন তুলে নিচ্ছিলেন।
এমন অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় প্রাথমিক শিক্ষা অধিদফরের মহাপরিচালকের নির্দেশক্রমে তাকে বরখাস্ত করা হয়।
শুক্রবার (৮ নভেম্বর) বেলা ৩টা ২৫ মিনিটে সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মু. জিল্লুর রহমান সাংবাদিকদের জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানভী ঝুমুকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের নির্দেশনাও দেওয়া হয়েছে।
এর আগে তানভী ঝুমুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে জরুরিপত্র পাঠানো হয়।
তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুরের মৃত আবুল কাশেমের মেয়ে তানভী ঝুমুর। তিনি তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে নিয়োগ পান। পরে প্রাথমিক শিক্ষা অধিদফতরে তদবির করে তিনি ডেপুটেশনে সুনামগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসেন।
কালের আলো/এডিবি
নভেম্বর ৯, ২০১৯