কোটা বাতিলের বিষয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা প্রজ্ঞাপন আকারে জারির দাবি, আন্দোলন স্থগিত

প্রকাশিতঃ 12:24 pm | April 12, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

কোটাপ্রথা বাতিলের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঘোষণা প্রজ্ঞাপন আকারে জারির দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কোটার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন স্থগিত থাকবে বলে জানিয়েছেন ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ এর সমন্বয়ক হাসান আল মামুন।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে রাজু ভাস্কর্যের পাদদেশে সংবাদ সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানান মামুন।

লাগাতার আন্দোলনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (১১ এপ্রিল) কোটা পদ্ধতিই বাতিল করার ঘোষণা দেওয়ার পর নিজেদের অবস্থান জানাতে বৃহস্পতিবার (১২ এপ্রিল) সকাল পর্যন্ত সময় নেন শিক্ষার্থীরা। এরপর এ সংবাদ সম্মেলন ডাকা হয়।

সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসান আল মামুন বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা প্রজ্ঞাপন আকারে জারির দাবি জানাচ্ছি আমরা। আর সে প্রজ্ঞাপনটি জারি হওয়া পর্যন্ত আন্দোলন স্থগিত করা হচ্ছে।

এসময় শিক্ষা ও শিক্ষার্থীবান্ধব অবস্থান নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মাদার অব এডুকেশন’ উপাধি দেন শিক্ষার্থীরা।

 

কালের আলো/এসআর