‘ষ্টেজ ফর ইয়ুথ’র ময়মনসিংহ জেলা কমিটি ঘোষণা
প্রকাশিতঃ 3:56 pm | November 09, 2019
কালের আলো ডেস্ক:
সাফরান আহমেদকে আহবায়ক করে তারুণ্যের প্লাটফর্ম হিসেবে সম্প্রতি আত্মপ্রকাশ করা ‘ষ্টেজ ফর ইয়ুথ’ নামের সংগঠনের ময়মনসিংহ জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার(০৮ নভেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
জেলা কমিটিতে মো: ফখরুল হাসান সায়েম, আলী ইউসুফ ও অ্যাড. মতিউর রহমান ফয়সালকে উপদেষ্টা করে সাফরান আহমেদকে আহবায়ক করা হয়েছে।
কমিটিতে যুগ্ন-আহবায়ক হিসেবে রয়েছেন- মো: জান্নাতুল নাঈম চঞ্চল, জুনায়েদ আল হাবিব, তৌকির আহমেদ, রবিন খান শিমুল এবং শাহরিয়ার হোসাইন পাবেল।
এছাড়া সাতজনের সদস্যের নামও ঘোষণা করা হয়েছে। তারা হলেন- মাইসা মমতাজ, মারুফ হাসান আলভি, আশিকুর রহমান রাজু, তুহফাতুল জিনান, এমডি নাজমুল ইসলাম, মো: সোহান মাহমুদ ও সাব্বির আহমেদ।
কালের আলো/এনআর/এমএম