ভালো কাজের মূল্যায়ন হিসেবে কর্মীদের পা ধুইয়ে দিলেন বস

প্রকাশিতঃ 11:08 am | November 10, 2019

কালের আলো ডেস্ক:

ভালো কাজ করার প্রতিদান হিসেবে অফিসের শীর্ষ কর্মকর্তাদের প্রশংসা কাজের উৎসাহ বাড়িয়ে দেয়। সবাই চায় অফিস তাঁর কাজের মূল্যায়ন করুক। আর এই ভাল কাজের মূল্যায়ন করতে চিনের একটি অফিসের ডিরেক্টর যা করেছেন তা নিয়ে আলোচনায় মেতেছে অন্তর্জাল দুনিয়া।

গত ২ নভেম্বর চিনের শানডং প্রদেশের জিনান শহরে একটি প্রসাধনী কোম্পানির বার্ষিক অনুষ্ঠান ছিল। সেখানে কোম্পানির বছরের সেরা পারফর্মারদের পুরস্কার হিসেবে কর্মীদের পা ধুইয়ে দিয়েছেন কোম্পানির ডিরেক্টর ও সিনিয়র এক্সিকিউটিভ।

সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে চিনের সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম ওইবোতে।তার পরই ভাইরাল হয়ে যায় ভিডিওটি।

ভিডিওতে দেখা যাচ্ছে, ওই প্রসাধনী কোম্পানির আট কর্মী চেয়ারে বসে রয়েছেন। আর কর্মীদের দিকে এগিয়ে আসেন কোম্পানির দুই শীর্ষস্থানীয় কর্মকর্তা। তারা এক এক করে প্রত্যেকের জুতা-মোজা খুলে পা ধুইয়ে দিতে লাগলেন।

বেশিরভাগ মানুষ এই উদ্যোগের প্রশংসা করলেও অনেকেই এই কাজকে কটাক্ষ করতেও ছাড়েননি। তাঁদের বক্তব্য, পা ধুইয়ে দেওয়ার থেকে বেতন বাড়ালে তা আরও বেশি বাস্তবসম্মত হতো।

কালের আলো/এডিবি
নভেম্বর ১০, ২০১৯