মা হারালেন মির্জা ফখরুল: সমবেদনা জানাতে ওবায়দুল কাদেরের ফোন
প্রকাশিতঃ 2:02 pm | April 12, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের মা ফাতেমা আমিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে ফাতেমা আমিনের বয়স হয়ছিলো ৯০ বছর। তিনি তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।
বিএনপি মহাসচিবের ব্যক্তিগত সহকারী কৃষিবিদ মো. ইউনুছ এই তথ্য নিশ্চিত করেছেন।
গত কয়েকদিন ধরে শারীরিক অবস্থার অবনতি হলে ফাতেমা আমিনকে বারডেম হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
এদিকে, মা হারানো শোকাহত মির্জা ফখরুলকে শোক জানাতে ফোন করেছেন দেড় মাস আগে আরেক মা হারানো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ফখরুলকে সমবেদনা জানাতে ফোন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ফোনে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি। ফোনে সেতুমন্ত্রী বলেন, ‘মায়ের মৃত্যুর বেদনাটা আমি জানি। কারণ কয়েকদিন আগে আমার মা মারা গেছেন।’
বেলা ১২টার ৪০ মিনিটের দিকে সেতুমন্ত্রী বিএনপি মহাসচিবকে ফোন করেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
গত ২৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন্নেসা। তার দুই যুগ আগে বাবাকে হারান কাদের। সেতুমন্ত্রীর মায়ের মৃত্যুর পর এক শোকবার্তা দিয়েছিলেন মির্জা ফখরুল। শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছিলেন বিএনপি মহাসচিব।
আজ ফখরুলের মায়ের মৃত্যুতে সমবেদনা জানাতে বিএনপি মহাসচিবকে ফোন দেন কাদের। ফোনে ফখরুলকে কাদের বলেন, ‘আপনার মায়ের মৃত্যুতে আওয়ামী লীগ শোক জানায়। দ্রুত যেন এই শোক কাটিয়ে উঠতে পারেন এটা প্রত্যাশা করছি।’
এ সময় মাকে কোথায় সমাহিত করা হবে তা জানতে চান কাদের। জবাবে মির্জা ফখরুল তার মাকে ঠাকুরগাঁওয়ে দাফন করা হবে বলে বিএনপি মহাসচিবকে জানান।
এছাড়া ফখরুলের মায়ের মৃত্যুকে শোক জানিয়েছেন বিকল্প ধারার প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, গণফোরামের ডা. কামাল হোসেন (বর্তমানে তিনি ব্যাংককে আছেন), এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, বঙ্গবীর কাদের সিদ্দিকী, ডেএসডির আসম আবদুর রব, বিজেপির আন্দালিব রহমান পার্থ।