‘পহেলা বৈশাখ আলোকিত প্রাণের উৎসব’
প্রকাশিতঃ 1:44 am | April 14, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই বাংলা বর্ষপঞ্জিতে যোগ হবে একটি নতুন বছর। শুরু হবে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাঙালী জাতির ঐতিহ্য ও সংস্কৃতিকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে বাংলা নববর্ষকে প্রাধান্য দেয়া প্রয়োজন বলে মনে করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি।
শুক্রবার (১৩ এপ্রিল) বিকেলে কালের আলো’র সঙ্গে আলাপকালে বিরোধী দলীয় নেতা বলেন, ‘গ্রামীণ কৃষ্টি ও সংস্কৃতির পহেলা বৈশাখ এখন শহরের আঙ্গিনায় আলোকিত প্রাণের উৎসব। বাঙালির নিজস্ব সংস্কৃতি ও গর্বিত ঐতিহ্যের রূপময় ছটায় উদ্ভাসিত সার্বজনীন উৎসবের দিন পহেলা বৈশাখ।
রওশন এরশাদ ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য। দশম জাতীয় সংসদ নির্বাচনে আকস্মিকভাবে বিএনপি ভোট বর্জন করলে জাতির কঠিন সঙ্কটময় মুহুর্তে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন তিনি। গ্রহণ করেন বিরোধী দলীয় নেতার দায়িত্ব। সংসদের কার্যকরী বিরোধী দলীয় নেতা হিসেবেও প্রশংসিত হয়েছেন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এ রাজনীতিক।
বাংলা নববর্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি বলেন, বাঙালির নববর্ষ এক অনন্য বৈশিষ্ট্যময় উৎসব। পহেলা বৈশাখ বাঙালির জন্য সার্বজনীন সাংস্কৃতিক আনন্দ-উৎসব। ধর্ম-সম্প্রদায় নির্বিশেষে বাংলা ভূ-খন্ডের সব মানুষের প্রাণের উৎসব পহেলা বৈশাখ। যা কিছু জীর্ণ-পুরানো, অশুভ ও অসুন্দর তা পিছিয়ে ফেলে নতুনের কেতন উড়িয়ে শুরু হবে আরও একটি নতুন বছর।
দেশের সকল মানুষ হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে দেশ মাতৃকার সেবায় নিয়োজিত হয়ে কাঙ্খিত উদীয়মান অর্থনৈতিক সোনার বাংলা গঠনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে নতুন বছরে এমনই প্রত্যাশা’র কথা জানান এ বিরোধীদলীয় নেতা।
কালের আলো/এমএসআর