নববর্ষে প্রধানমন্ত্রীর ‘উপহার’ চমক
প্রকাশিতঃ 2:07 am | April 14, 2018
বিশেষ প্রতিবেদক, কালের আলো:
সু-স্বাগতম। একটি নতুন দিনের পথচলা শুরু। একটি নতুন বছরের শুভ সূচনাও। নব আলোর কিরণশিখা শুধু প্রকৃতিকে নয়, রঞ্জিত করে নবরূপে সাজিয়ে দেবে প্রত্যেক বাঙালির হৃদকোণও। বাঙালির সর্বজনীন এ লোকউৎসবে প্রতি বছরই দেশবাসীকে কোন না কোন নতুন উপহার দিয়ে চমক সৃষ্টি করে থাকেন বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবারের পহেলা বৈশাখেও এর ব্যতিক্রম হচ্ছে না। দেশের সরকার প্রধানের কাছ থেকে এবার নতুন এক উপহার পাচ্ছে রাজধানীবাসী। বাঙালির বাঁধভাঙা উল্লাসের এ দিনটিতে রাজধানীর যানজট নিরসন ও স্বস্তিদায়ক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে স্বপ্নের মেট্রোরেলের প্রথম স্প্যানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রাজধানী’র বাসিন্দাদের জন্য এটি বিশ্বনেত্রীর বৈশাখী উপহার হিসেবেই বিবেচনা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন বাংলা নববর্ষ উৎসব দেশের ঐতিহ্য। বাংলা নববর্ষ পালন ও ধর্মের মধ্যে কোন যোগসূত্র নেই। এই উৎসব হচ্ছে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য। গত বছর পহেলা বৈশাখ উদযাপন নিয়ে বিভ্রান্তি প্রসঙ্গে এভাবেই বলেছিলেন প্রধানমন্ত্রী।
গত পহেলা বৈশাখের আগের দিন রাজধানীর হাতিরঝিলে চিত্তবিনোদনের জন্য অ্যাম্ফিথিয়েটার ও মিউজিক্যাল ড্যান্সিং ফাউন্টেনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নাগরিকদের বিনোদনের জন্য এগুলো তার নববর্ষের উপহার।’ রাজধানীর হাতিরঝিলের সৌন্দর্য বাড়াতে প্রধানমন্ত্রীর এ উপহারের পর থেকেই প্রতিদিন সন্ধ্যায় সংগীতের তালে-তালে বর্ণিল আলোর সঙ্গে হাতিরঝিলে দেখা যায় জলের নাচন।
১ হাজার ৯৮০ বর্গমিটারের এ রঙিন ফোয়ারা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় রঙিন ফোয়ারা ধরা হয়। এ ফোয়ারার পানি ১০ মিটার থেকে সর্বোচ্চ ৮০ মিটার পর্যন্ত ওপরে উঠবে।
গত বছরই বৈশাখের প্রথম দিনে ঢাকা-কলকাতার মধ্যে চলাচলকারী আন্ত:দেশীয় মৈত্রী ট্রেনের উদ্বোধন করা হয়। ওই সময় রেলমন্ত্রী মো. মুজিবুল হক বলেছিলেন, দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নববর্ষের উপহার।
সরকার প্রধান শেখ হাসিনা প্রতি বছরই নানা অনুষ্ঠান উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের উপহার পাঠান। এর আগে ১৪২৩ বঙ্গাব্ধের পহেলা বৈশাখী আওয়ামী লীগের নারী নেতা-কর্মীদের শাড়ি উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী। জানা যায়, যেকোনো উপলক্ষে নিজের জমানো শাড়ি উপহার হিসেবে নারী নেত্রীদের কাছে পাঠিযে দেন শেখ হাসিনা। শুধু জমানো শাড়িই নয়, নেতা-কর্মী ও স্টাফদের যেকোনো উৎসব উপলক্ষে উপহার দেওয়ারও দৃষ্টান্ত রয়েছে জননেত্রীর।
দেশের জন্য জীবনবাজি রাখা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ফল-মিষ্টি ও ফুল দিয়ে নতুন বছরে শুভেচ্ছা জানানোরও রেওয়াজ চালু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় নেতা-কর্মীরাও দলীয় প্রধান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সুযোগ থেকে বাদ পড়েন না। প্রতি বছরই নববর্ষে বঙ্গবন্ধু কন্যা তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
কালের আলো/এমকে