অর্থমন্ত্রীর পরিবার আয়কর দিলেন ৭ কোটি ৬ লাখ টাকা

প্রকাশিতঃ 12:27 pm | November 15, 2019

কালের আলো ডেস্ক:

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পরিবার মোট আয়কর দিয়েছেন ৭ কোটি ৬ লাখ ৭৮ হাজার ২৫৬ টাকা। আর টাকার অংকে তাঁর পরিবারের সম্পদের পরিমান ৩২১ কোটি টাকা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

অর্থমন্ত্রী বলেন, আমার প্রকৃত সম্পদ ৬৮ কোটি ২২ লাখ টাকা। করযোগ্য আয়ের অংক ২ কোটি ৬৩ লাখ ৪৪ হাজার টাকা। আয়কর দিয়েছি ৯১ লাখ ৪৬ হাজার ৮০ টাকা।

আমার স্ত্রীর সম্পদের অংক ৫০ কোটি ৯৮ লাখ টাকা। করযোগ্য আয়ের অংক ২ কোটি ৫২ লাখ টাকা। তিনি কর দিয়েছেন ৭১ লাখ ২৯ হাজার টাকা।

আমার বড় মেয়ের সম্পদের অংক ৪১ কোটি ১৩ লাখ টাকা। করযোগ্য আয় ৭ কোটি ৫২ লাখ টাকা। তিনি কর দিয়েছেন ২ কোটি ৮২ লাখ টাকা।

ছোট মেয়ের সম্পদ ৬১ কোটি ৮২ লাখ টাকা। করযোগ্য আয় ৬ কোটি ৮৬ লাখ টাকা। তিনি কর দিয়েছেন ২ কোটি ৬১ লাখ টাকা।

সব মিলিয়ে আমার পরিবারের চার জনের মোট সম্পদের অংক ৩২১ কোটি ৬৫ লাখ টাকা। মোট কর দেওয়ার অংক ৭ কোটি ৬ লাখ ৭৮ হাজার ২৫৬ টাকা।

অর্থমন্ত্রী বলেন, ১৯৭০ সালে আমি প্রথম ট্যাক্স দেই। সে সময় ৫৬০ পাকিস্তানি রুপি ট্যাক্স দিয়েছিলাম। ১৯৯৬-৯৭ সাল থেকে গত ২৪ বছরে আমি ও আমার পরিবার ৫১ কোটি ৭২ লাখ ৬৯ হাজার ৯৯২ টাকা কর দিয়েছি। আর এ বছর দিলাম সাত কোটি ৬ লাখ ৭৮ হাজার ২৫৬ টাকা।

কালের আলো/এডিবি