‘খালেদা জিয়াকে বাদ দিয়ে নির্বাচন আয়োজনের চেষ্টা করা হলে মানুষ তা প্রতিহত করবে’

প্রকাশিতঃ 8:22 pm | April 15, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়া ছাড়া আগামীতে কোনো নির্বাচন হবে না। তাকে বাদ দিয়ে কোনো নির্বাচন আয়োজনের চেষ্টা করা হলে দেশের মানুষ তা প্রতিহত করবে।

রবিবার বিকালে বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। নগরীর ভুবনমোহন পার্কে এ সমাবেশ হয়।

খন্দকার মোশাররফ বলেন, দেশের মানুষ এখন সরকারের প্রতি অসন্তুষ্ট। তারা ক্ষুব্ধ। কারণ, দেশে কোনো গণতন্ত্র নেই। দেশের গণতন্ত্র নির্ভর করছে বেগম খালেদা জিয়ার মুক্তির ওপর। কেননা, তিনি ছাড়া অন্য কেউ গণতন্ত্র রক্ষা করতে পারে না।

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু খালেদা জিয়া ছাড়া দেশে কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক বা অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। তাই তাকে বাদ দিয়ে কোনো নির্বাচনের আয়োজন করা হলে দেশের মানুষ তা প্রতিহত করবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন- বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, দলের ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ব্যারিস্টার আমিনুল হক, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ও মিজানুর রহমান মিনু।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে এ সমাবেশে আরও বক্তব্য দেন- বিএনপির যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত প্রমুখ।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন সমাবেশ পরিচালনা করেন।

এর আগে দুপুর ২টা থেকে সমাবেশ শুরু হয়। সমাবেশে রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। তাই দুপুরের মধ্যেই কানাই-কানাই পূর্ণ হয়ে যায় ভুবনমোহন পার্ক। এরপর নেতাকর্মীরা সাহেববাজার জিরোপয়েন্ট, গণকপাড়া, মালোপাড়া, মনিচত্বর ও রাণীবাজারসহ আশপাশের এলাকায় অবস্থান নেন। এসব এলাকায় সতর্ক অবস্থানে থাকে পুলিশ।

 

কালের আলো/এসএ