রাজনৈতিক বিজ্ঞাপনে বিধিনিষেধ আরোপ করছে গুগল
প্রকাশিতঃ 1:10 pm | November 21, 2019
টেকনোলজি ডেস্ক:
রাজনৈতিক বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করছে গুগল। প্রতিষ্ঠানটির ইউটিউব ও গুগল সার্চ প্ল্যাটফর্মে রাজনৈতিক প্রচার করার ক্ষেত্রে বৈশ্বিক পর্যায়ে এ বিধিনিষেধ পর্যায়ক্রমে কার্যকর হবে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিবিসি অনলাইন এ তথ্য জানায়।
মূলত ভোটারদের প্রভাবিত করতে নির্দিষ্ট ব্যক্তি বা সম্প্রদায়কে লক্ষ্য করে কোনো রাজনৈতিক বিজ্ঞাপন যাতে প্রচারিত না হয় সেজন্য এ বিধিনিষেধ।
বিবিসি জানায়, সপ্তাহখানেকের মধ্যে যুক্তরাজ্যে গুগলের নীতিমালা প্রয়োগ শুরু হবে। এরপর পর্যায়ক্রমে বিশ্বের অন্য দেশেও এ নীতিমালা কার্যকর করা হবে।
এতে নির্দিষ্ট ভোটার ডেটাবেইস মিলিয়ে প্রচার কার্যক্রম চালানোর পরিবর্তে নির্দিষ্ট বয়স, লিঙ্গ বা স্থান অনুযায়ী বিজ্ঞাপন দেখানোর সুযোগ থাকবে।
গুগল কর্তৃপক্ষ বলেছে, তাঁদের প্ল্যাটফর্মে দেওয়া বিজ্ঞাপনে যদি প্রতারণামূলক বক্তব্য থাকে, তবে তাঁরা ব্যবস্থা নেবে। এদিক থেকে অবশ্য ফেসবুকের নীতিমালার উল্টো অবস্থানে চলে গেলো গুগল।
ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, তাঁদের প্ল্যাটফর্মে রাজনৈতিক প্রার্থী বা প্রচার কর্মসূচি থেকে দেওয়া বিজ্ঞাপনে ফ্যাক্ট পরীক্ষা করে দেখা হবে না।
টুইটার বলেছে, তাঁদের প্ল্যাটফর্মে কোনো রকম রাজনৈতিক বিজ্ঞাপন দেখানোর সুযোগই থাকছে না।
গুগল অ্যাডস বিভাগের পণ্য ব্যবস্থাপনা প্রধান স্কট স্পেনসার বুধবার (২০ নভেম্বর) এক ব্লগ পোস্টে বলেছেন, ‘গণতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রাজনৈতিক সংলাপকে আমরা স্বীকৃতি দিয়ে থাকি। কেউ প্রতিটি রাজনৈতিক দাবি, পাল্টা দাবি ও ক্ষোভকে সংবেদনশীলভাবে বিচার করতে পারে না। তবে যেসব রাজনৈতিক বিজ্ঞাপনের ক্ষেত্রে আমরা ব্যবস্থা নিতে পারি, তা সীমিত পর্যায়ে থাকবে। কেবল সুস্পষ্ট নীতিমালা ভঙ্গ করলেই ব্যবস্থা নেওয়া হবে।’
কালের আলো/এডিবি