এবার মিয়ানমার থেকে আসলো ১ হাজার ৭০৯ টন পেঁয়াজ

প্রকাশিতঃ 9:30 am | November 22, 2019

কালের আলো ডেস্ক:

আকাশপথের পাশাপাশি স্থল পথে মিয়ানমার থেকে ১ হাজার ৭০৯ টন পেঁয়াজের একটি বড় চালান বাংলাদেশে এসে পৌঁছেছে।

ইতোমধ্যে পেঁয়াজ খালাস করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহও করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত টেকনাফ স্থলবন্দর দিয়ে এসব পেঁয়াজ বাংলাদেশে আসে। টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার আফসার উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার পর্যন্ত মিয়ানমার থেকে চলতি নভেম্বর মাসে ১৭ দফায় ৩৬ হাজার ৭৭৩ টন পেঁয়াজ আমদানি করা হয়ছে।

কালের আলো/এডিবি