যুবলীগের নতুন সাধারণ সম্পাদক নিখিল
প্রকাশিতঃ 4:38 pm | November 23, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
যুবলীগের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাইনুল হোসেন খান নিখিল। সদ্য বিদায়ী কমিটির ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি ছিলেন নিখিল।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর নাতি শেখ পরশ যুবলীগের নতুন চেয়ারম্যান
কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি শেখ ফজলে শামস পরশ । তিনি যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির পুত্র।
শনিবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যুবলীগের কাউন্সিল অধিবেশনে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।
অধিবেশনে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
কালের আলো/এনআর/এমএম