জাতির পিতাকে হত্যার ক্ষোভ থেকেই রাজনীতি থেকে দূরে ছিলেন শেখ পরশ

প্রকাশিতঃ 6:42 pm | November 23, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

তিনি বঙ্গবন্ধুর জৈষ্ঠ নাতি। তার ফুপু শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী। বাবা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর নাতি শেখ পরশ যুবলীগের নতুন চেয়ারম্যান

আপাদমস্তক রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও তিনি ছিলেন রাজনীতি থেকে দূরে; বহুদূরে! কিন্তু অভিভাবক ফুপুর অনুরোধ ফেলতে পারেননি তিনি। তার কথাতেই রাজি হয়েছেন বাবার হাতে গড়া সংগঠনের চেয়ারম্যান পদে আসন অলংকিতকরতে।

বিনয়ী, উচ্চশিক্ষিত ও পাণ্ডিত্যের অধিকারি শেখ ফজলে শামস পরশ যুবলীগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে বলেছেন, রাজনীতি থেকে দূরে থাকার অভিমানের নেপথ্যের কথা।

তিনি বলেছেন, বঙ্গবন্ধু এ দেশের জন্য এত ত্যাগ স্বীকার করেছেন অথচ সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই এই দেশের মাটিতে হত্যা করা হলো। এই ক্ষোভ থেকেই আমি রাজনীতি থেকে দূরে ছিলাম। এখন দায়িত্ব পেয়েছি। আমি সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করবো।

আরও পড়ুন: যুবলীগে শেখ পরশের যাত্রা শুরু, চাইলেন সবার সহযোগিতা

শেখ ফজলুল হক মনির হাতে গড়া সংগঠন যুবলীগকে বলা হয় একটি মাল্টিক্লাস সংগঠন। ছাত্রলীগের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার প্রতিশ্রুতিশীল যুবকদের সম্মিলন ঘটে এ সংঘটনে। এরই মধ্যে আবার যুবলীগের রাজনীতিতে দুর্বৃত্তায়ন জেঁকে বসায় সাম্প্রতিক সময়ে চরম ইমেজ সংকটের মুখে পড়ে সংগঠনটি।

ফলে সংগঠনটির ভাবমূর্তি সংকট কাটিয়ে উঠাটাই হয়ে পরে এক বিরাট চ্যালেঞ্জ। আর এ চ্যালেঞ্জ মাথায় রেখেই সৃষ্টিশীল নির্ভীক নেতৃত্ব হিসেবে পরিচিত বঙ্গবন্ধুর নাতি শেখ ফজলে শামস পরশকে যুবলীগের চেয়ারম্যান পদে দায়িত্ব দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যুবলীগের ঐতিহাসিক ৭ম কংগ্রেসে (সম্মেলনে) চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর শেখ ফজলে শামস পরশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ এবং পঁচাত্তরের শহীদদের স্মরণ করেছেন।

সততার সঙ্গে কাজ করার অঙ্গিকার করে তিনি বলেছেন, আওয়ামী লীগ একটি অনুভূতির নাম। আওয়ামী লীগের সম্পর্ক রক্তের সম্পর্ক। আমি এবং আমার ভাই মা-বাবাকে হারিয়েছি। আমরা সবকিছু হারিয়েছি।

প্রসঙ্গত, শেখ ফজলে শামস পরশ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তিনি রাজনীতি থেকে দূরে থাকলেও ছিলেন মেধা ও মননের অধিকারী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি শনিবার(২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যুবলীগের সপ্তম কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হন।

কালের আলো/এনএল/এমএইচএ