ভারতের পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড়ে নিহত ১১

প্রকাশিতঃ 11:55 am | April 18, 2018

বিশ্ব ডেস্ক, কালের আলো:

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও আশেপাশের জেলাগুলোতে দুই দফা কালবৈশাখী ঝড়ে কমপক্ষে ১১ জন প্রাণ হারিয়েছে। বিবিসি জানিয়েছে, এদের মধ্যে অনেকেই গাছ ভেঙে পড়ায় এবং ভবন ধসে মারা যান।

মঙ্গলবার (১৭ এপ্রিল) রাত ৮ টার দিকে পশ্চিমবঙ্গের কলকাতা ও এর আশপাশের এলাকায় কালবৈশাখী ঝড় আঘাত হানে।

প্রথম ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৮৪ কিলোমিটার। পরেরটির ঘণ্টায় ৯৮ কিলোমিটার। প্রথম ঝড়টি ওঠে রাত ৭টা ৪২ মিনিটে। দ্বিতীয়টি ৭টা ৫৫ মিনিটে। এতে লন্ডভন্ড হয় পশ্চিমবঙ্গের কলকাতা ও আশেপাশের জেলাগুলো।

পশ্চিমবঙ্গের দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষ জানায়, ঝড়ে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া জেলায় মোট ১১ জন মারা যান। ঝড়ে ব্যাহত হয় ট্রেন চলাচল। বন্ধ থাকে মেট্রো রেল। বিভিন্ন জায়গায় রাত পর্যন্ত বিদ্যুৎ ছিল না। বিভিন্ন সড়কে শত শত গাছ ভেঙে পড়ায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

পশ্চিমবঙ্গের আবহাওয়াবিদরা জানান, কালবৈশাখী ঝড় ও বৃষ্টির পূর্বাভাষ আগে থেকেই ছিল, তবে বাতাসের গতিবেগ এত বেশি থাকবে সেটির ধারণা ছিল না।

 

কালের আলো/এসএস