আন্তর্জাতিক গণমাধ্যমে হলি আর্টিজান হামলার রায়
প্রকাশিতঃ 2:29 pm | November 27, 2019
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা মামলায় সাত আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একজনকে খালাস দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। বিবিসি, রয়টার্স, এএফপি, আলজাজিরাসহ বিভিন্ন গণমাধ্যমে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা মামলা রায়ের খবর প্রকাশিত হয়েছে।
বুধবার(২৭ নভেম্বর) দুপুরে ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।
বার্তা সংস্থা রয়টার্স এ খবরের শিরোনাম করেছে ‘২০১৬ সালের ক্যাফে হামলায় সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশ’।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনের শিরোনাম ‘২০১৬ সালের ক্যাফে হামলার ঘটনায় বাংলাদেশি ইসলামবাদীদের মৃত্যুদণ্ড’।
বার্তা সংস্থা এপি এ খবরের শিরোনাম দিয়েছে ‘ক্যাফে হামলার ঘটনায় ৭ জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশ’।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার শিরোনাম ‘হলি আর্টিজান : সাতজনকে মৃত্যুদণ্ড দিল ঢাকা আদালত’।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলো রাকিবুল হাসান রিগ্যান, মো. জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, মো. আবদুস সবুর খান, মো. আসলাম হোসেন র্যাশ, মো. হাদিসুর রহমান সাগর, মো. শরিফুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ রিপন। খালাস পাওয়া আসামি হলো মো. মিজানুর রহমান ওরফে বড় মিজান।
কালের আলো/এনআর/এমএম