চীন থেকে আমদানী করা ৫৮০ টন পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে খালাস
প্রকাশিতঃ 8:28 pm | November 27, 2019

কালের আলো ডেস্ক:
চীন থেকে আমদানি করা ৫৮০ টন পেঁয়াজ আজ বুধবার (২৭ নভেম্বর) থেকে চট্টগ্রাম বন্দরে খালাস হচ্ছে। আগামী সপ্তাহে বন্দরে পৌঁছাবে আরো ১ লাখ টনেরও বেশি পেঁয়াজ।
২০টি কন্টেইনারে এই পেঁয়াজ এসেছে বলে চট্টগ্রাম বন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।
খাতুনগঞ্জের বিএসএম গ্রুপ ৮০০ টন পেঁয়াজ আমদানির জন্য এলসি খোলে। এরমধ্যে ৫৮০ টন পেঁয়াজ বন্দরে এসে পৌঁছেছে। বাকি ২২০টন পেঁয়াজ আগামী ৩ দিনের মধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে বলে জানায় আমদানিকারক প্রতিষ্ঠান।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, চীন থেকে আমদানিকরা ৫৮০ টন পেঁয়াজবোঝাই এমসিসি থাইপে নামক কন্টেইনারবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। বন্দর কাস্টমসসহ অন্যান্য ভোগ্যপণ্য পরীক্ষাকারী সংস্থার ছাড়পত্র নিয়ে আজ বুধবার খালাস কার্যক্রম শুরু হয়েছে।
আমদানিকারক প্রতিষ্ঠান বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী বলেন, গত ২ নভেম্বর ৮শ’ টন পেঁয়াজ আমদানির জন্য এলসি খোলা হয়। দেশে পেঁয়াজ সংকটের বিষয় মাথায় রেখে মাত্র ২৫ দিনের মধ্যেই চীন থেকে ৫৮০ টন পেঁয়াজ দেশে আনা হয়েছে। এই চালানের বাকি পেঁয়াজ আগামী ৩ দিনের মধ্যেই চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে।
কালের আলো/এডিবি