কাবাডির ‘সুদিন’ ফেরাতে মহাপরিকল্পনা, ‘মুজিব বর্ষে’ ৫৫০ ভেন্যুতে স্কুল কাবাডি (ভিডিও)
প্রকাশিতঃ 10:15 pm | November 27, 2019
বিশেষ সংবাদদাতা, কালের আলো :
আধুনিক ফুটবলের পথিকৃৎ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু স্বাধীনতার পর পরই দেশের শিকড়ের সঙ্গে যুক্ত কাবাডিকে জাতীয় খেলা হিসেবে ঘোষণা করেছিলেন তিনিই। গ্রামীণ এ খেলাকে পরিচিত করেছিলেন আন্তর্জাতিক পরিমন্ডলে। কিন্তু ক্রিকেট-ফুটবলের মতো জৌলস পূর্ণ খেলার পরিবর্তে কাবাডিকে নিয়ে মাতামাতি নেই ক্রীড়াঙ্গণে!
অবশ্য হাল সময়ে সেই দৃশ্যপট পাল্টাতে শুরু করেছে। বাঙালির হাজার বছরের ঐতিহ্যের কাবাডির সুদিন ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। গ্রামীণ লোকসংস্কৃতির উত্তরাধিকারের সম্পর্কসূত্র এ খেলার জাগরণ তৈরি করতে প্রতি বছরেই আয়োজন করা হচ্ছে ১০ থেকে ১২ টি ঘরোয়া টূর্নামেন্ট।
দেশের গন্ডি ছাপিয়ে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গণেও নিজেদের শক্তিমত্তার কথা জানান দিচ্ছে খেলোয়াড়রা। পাচ্ছেন বাহবা। কাবাডি খেলোয়াড়দের মাঝে পেশাদারিত্ব গড়ে তোলার পাশাপাশি পুরো দলের চেহারা বদলে দিতে নিয়োগ দেওয়া হয়েছে বিদেশি কোচ। হতাশা-ব্যর্থতার খোলনলচে পাল্টে নতুন উদ্দীপনার মন্ত্র গেঁথে দেওয়া হয়েছে খেলোয়াড়দের মস্তিষ্কে।
শুধু কী তাই? মুজিব বর্ষকে রাঙিয়ে দিতে দেশের মাটিতে একটি আর্ন্তজাতিক স্বীকৃত টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)।
একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সবচেয়ে বৃহৎ স্কুল কাবাডি প্রতিযোগিতা আয়োজনের কথা। দেশের ৫৫০ টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণ করবে দেশের প্রায় দেড় লক্ষাধিক শিক্ষার্থী।
বুধবার (২৭ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে ১৩ তম সাউথ এশিয়ান গেমস ২০১৯’র পুরুষ ও নারী দলের নাম ঘোষণাকে ঘিরে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে জাতীয় খেলা কাবাডির হারানো গৌরব ফিরিয়ে আনাসহ নানা পরিকল্পনা ও উদ্যোগের কথা জানান অঙ্গীকারে দৃঢ়, সৃষ্টিশীলতায় অনন্য এ পুলিশ প্রধান। পরে প্রথম জুনিয়র বিশ্বকাপ কাবাডিতে ব্রোঞ্জ পদক বিজয়ী দলকে সংবর্ধনা দেওয়া হয়।
এগিয়ে চলছে সাউথ এশিয়ান গেমসের প্রস্তুতি
‘কাবাডি আমাদের জাতীয় খেলা। গ্রাম থেকে শুরু করে সব ধরনের মানুষের কাছে জনপ্রিয়তা থাকা সত্ত্বেও নানা কারণে কাবাডি তার কাঙ্খিত লক্ষে পৌঁছতে পারেনি বলে মন্তব্য করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
তিনি বলেন, ‘আমরা বর্তমান কমিটি দায়িত্ব নেবার পর থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছি কাবাডির সেই হারানো গৌরব ফিরিয়ে আনতে। প্রতি বছর ১০ থেকে ১২টি বিভিন্ন পর্যায়ে ঘরোয়া টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। এছাড়া বাংলাদেশ দল দেশের বাইরেও বিভিন্ন আর্ন্তজাতিক টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
এমনকি খেলোয়াড়রা দেশের বাইরেও খেলছেন। এছাড়া জাতীয় দলের জন্য আমরা ভারতীয় কোচ এনেছি। এই কোচিং স্টাফের অধীনেই নেপালে অনুষ্ঠিতব্য সাউথ এশিয়ান (এসএ) গেমসের প্রস্তুতি বেশ ভালোভাবেই এগিয়ে চলছে। সর্বোপরি কাবাডি খেলায় এবং ফেডারেশনের কার্যক্রমে আমরা পুরোপুরি একটি পেশাদারিত্বের চিত্র ফুটিয়ে তোলার জন্য কাজ করে যাচ্ছি।’
এগিয়েছি অনেক দূর
জাতীয় খেলা কাবাডির অবারিত পথচলার দিশা জাগাতে তারুণ্য ও প্রাজ্ঞতার দীপ্তিতে প্রোজ্জ্বল পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সংবাদ সম্মেলনে যেন বাস্তবতার আলপনাই এঁকে দিলেন। ইতিহাসের উজ্জ্বল চিহ্ন বয়ে চলা কাবাডিকে নিয়ে সবার মনের ভেতর বুনে দিলেন নতুন স্বপ্ন।
সচল, সজাগ, জাগ্রত ও অগ্রসর এ মানুষটি বললেন, ‘আমি মনে করি সেই লক্ষ্যে আমরা ইতোমধ্যে অনেক দূর এগিয়েছি। আপনারা জেনে খুশি হবেন যে, ভারতের হরিয়ানায় বাংলাদেশের ৫০ জন কাবাডি খেলোয়াড় নিয়ে (জাতীয় দল পুরুষ/মহিলা, অনূর্ধ্ব ২০ দল, কোচিং স্টাফসহ) প্রশিক্ষণ ক্যাম্পে নিবিড় অনুশীলন করছেন। ওই ক্যাম্প থেকেই গত ০৯ থেকে ১৫ নভেম্বর জাতীয় জুনিয়র কাবাডি দল ইরানে অনুষ্ঠিত কাবাডি বিশ্বকাপে অংশ নিয়েছে।
এ বিশ্বকাপে বাংলাদেশ জুনিয়র কাবাডি টিম ব্রোঞ্জ পদক (তৃতীয় স্থান) অর্জন করে বিশ্ব কাবাডিতে নতুন শক্তির জানান দিয়েছে মন্তব্য করে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের এ সভাপতি বলেন, ‘সাউথ এশিয়ান (এসএ) গেমস ছাড়াও আগামী বছর অনুষ্ঠিতব্য পুরুষ কাবাডি বিশ্বকাপ, শ্রীলংকায় একটি ৬ জাতির কাবাডি টুর্নামেন্ট ও এশিয়ান গেমসে ভালো ফলাফলের লক্ষে দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে আমরা দল পাঠাতে চাই।’
মুজিব বর্ষে মহাপরিকল্পনা
কাবাডিতে ইতিহাস গড়তে চায় বাংলাদেশ। সব বন্ধুর পথ পেরিয়ে অনুপ্রেরণা জাগাতে কাবাডির জৌলুস ফেরানোর চেষ্টা করছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। ২০২০ সালে পূর্ণ হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী। এবং ২০২১ সাল হবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এ উপলক্ষ্যেই বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন করতে ২০২০-২১ সালকে ‘মুজিব বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে সরকার।
ক্রিকেট বা ফুটবল ছাপিয়ে ঔপনিবেশিক অতীতের গ্লানি মুছে দিতে বাঙালির শেকড়ের সঙ্গে সম্পৃক্ত কাবাডিকে জাতীয় খেলা ঘোষণা করেছিলেন বাংলাদেশের স্বাপ্নিক, মহামানব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ফলে ‘মুজিব বর্ষকে’ সামনে রেখে কাবাডিকে ঘিরে মহাপরিকল্পনার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট ফেডারেশনের সভাপতি ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)।
তিনি বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ‘মুজিব বর্ষ’ উদযাপনে দেশের মাটিতে একটি বড়মাপের আর্ন্তজাতিক টুর্নামেন্ট আয়োজনসহ ঘরোয়া বেশ কিছু প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা আমাদের রয়েছে।
মুজিব বর্ষকে কেন্দ্র করে আমরা সারা দেশের স্কুলগুলোকে নিয়ে একটি স্কুল কাবাডি প্রতিযোগিতা আয়োজনের জন্য কাজ করে যাচ্ছি যেখান পুরো বাংলাদেশের প্রায় দেড় লক্ষাধিক শিক্ষার্থী অংশ নিবে। দেশের ৫৫০টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। প্রতিযোগী ও ভেন্যু সংখ্যার বিচারে এটিই হবে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা।
ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় থেকে শুরু হয়ে রাজধানী ঢাকায় হবে চুড়ান্ত পর্ব। এই প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ের খেলা বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারের ব্যবস্থাও গ্রহণ করা হবে। সাংগঠনিকভাবেও আমাদের কমকর্তারা এগিয়ে যাচ্ছেন। বাংলাদেশ কাবাডি ফেডারেশন প্রো-কাবাডি ফ্রেঞ্চাইজ ভিত্তিক টুর্নামেন্ট চালু করার লক্ষ্যে বেশ ভালোভাবেই কাজ করে যাচ্ছে।
ক্রীড়াঙ্গণে বাংলাদেশ পুলিশ ক্লাবের সদর্প বিচরণ
সংবাদ সম্মেলনে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) কাবাডি ছাড়াও বাংলাদেশ পুলিশ ক্লাবগুলো ক্রীড়া ক্ষেত্রে অন্যান্য বিভাগেও যে অসামান্য নৈপুণ্যের স্বাক্ষর রেখেই তাঁর সারসংক্ষেপ উপস্থাপন করেন। তিনি জানান, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব ২০১৯-২০২০ সালে বাংলাদেশ প্রিমিয়ার লীগে অংশগ্রহণ করছে।
বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব বিসিবি আয়োজিত দ্বিতীয় বিভাগে অংশগ্রহণ করছে। ২০১৮ সালে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব (নারী দল) গঠন করা হয়েছে। বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাব প্রিমিয়ার লীগে পুরুষ-চতুর্থ স্থান, নারী-তৃতীয় স্থান অর্জন। এছাড়া ১৩তম সাউথ এশিয়ান গেমস-২০১৯-এ নারী দল হতে একজন অংশগ্রহণ করবেন।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি জানান, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব জাতীয় পর্যায়ে পুরুষ দল রানারআপ, নারী দল তৃতীয় স্থান অধিকার করেছে। এছাড়া চলতি বছরের ১৩তম সাউথ এশিয়ান গেমসে পুরুষ দল থেকে তিনজন ও নারী দল থেকে দুইজন অংশগ্রহণ করবেন।
বাংলাদেশ পুলিশ ব্যাডমিন্টন ক্লাব জাতীয় পর্যায়ে ৩৮৪ টি দলের মধ্যে ১৫তম স্থান অর্জন করেছে। বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিকস ও সাইক্লিং ক্লাব জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০১৯ এ ৪.১০০ মিটার দৌড়ে তাম্র পদক অর্জন করে।
এছাড়া ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক মাস্টার্স অ্যাথলেটিক প্রতিযোগিতা-২০১৯-এ বর্শা নিক্ষেপে-স্বর্ণ-০১টি, লৌহ গোলকে স্বর্ণ-০১ টি, চাকতি নিক্ষেপে রৌপ্য- ০১ টি, লং জাম্পে তাম্র – ০১ টি, পোল বোন্ডে তাম্র – ০১ টি পদক অর্জন করে।
তিনি জানান, বাংলাদেশ পুলিশ থ্রোবল/বেসবল/ডিউবল/ পেসাপালো ক্লাব থেকে জাতীয় ওয়ালটন ৪র্থ থ্রোবল প্রতিযোগিতা-২০১৯-এ পুরুষ-চ্যাম্পিয়ন, নারী-রানারআপ হয়েছে। ওয়ালটন জাতীয় বেসবল চ্যাম্পিয়নশীপ-২০১৯-এ পুরুষ-চ্যাম্পিয়ন, নারী-চ্যাম্পিয়ন হয়েছে। শ্রীলংকায় অনুষ্ঠিত ওয়েস্ট এশিয়া কাপ বেসবল প্রতিযোগিতা-২০১৯-এ পুরুষ দল চতুর্থ স্থান অর্জন করে।
কোয়ার্ডাংগুলার আন্তর্জাতিক ডিউবল প্রতিযোগিতা-২০১৯-এ ভারতের পাঞ্জাবে পুরুষ দল রানারআপ হয়েছে। প্রথম এশিয়ান পেসাপালো চ্যাম্পিয়নশীপ-২০১৯-এ পুরুষ দল-চ্যাম্পিয়ন হয়েছে। মহান স্বাধীনতা দিবস কুস্তি প্রতিযোগিতা-২০১৯-এ দু’টি স্বর্ণ, দু’টি রৌপ্য ও ১০ টি তাম্রসহ সর্বমোট ১৪ পদক অর্জন করে।
মহান স্বাধীনতা দিবস জুডো প্রতিযোগিতা-২০১৯-এ তাম্র -০২ টি, স্বর্ণ-০১ টি, সর্বমোট ৩ পদক অর্জন করে। জাতীয় পর্যায়ে কুস্তিতে পুরুষ চতুর্থ স্থান ও নারী তৃতীয় স্থান অর্জন করে।
এসএ গেমসে পুরুষ ও মহিলা দল ঘোষণা
চলতি বছরের ডিসেম্বরে জাতীয় পুরুষ ও মহিলা কাবাডি দল সাউথ এশিয়ান (এসএ) গেমসে অংশ নিতে নেপাল যাবে। এ টুর্নামেন্টেও ভালো ফলাফলের বিষয়ে আশাবাদী বাংলাদেশ কাবাডি ফেডারেশনের এ সভাপতি।
তিনি জানান, এসএ গেমসে অংশ নেয়ার জন্য বাংলাদেশ জাতীয় মহিলা ও পুরুষ দল যারা এখন ভারতে প্রশিক্ষণ নিচ্ছে। পরে তিনি এ টুর্নামেন্টের জন্য গঠিত বাংলাদেশ জাতীয় (পুরুষ ও মহিলা) দলের নাম ঘোষণা করেন।
বাংলাদেশ জাতীয় কাবাডি দল (নারী)
শাহানাজ পারভীন মালেকা, শারমীন সুলতানা রিমা, রূপালী আক্তার, শ্রাবনী মুল্লিক, হাফিজা আক্তার, টুকটুকি আক্তার, দিসা মনি সরকার, লাকী আক্তার, শ্রীমতি স্বরসতী রানী রায়, বৃষ্টি বিশ্বাস, মেবি চাকমা, রেখা আক্তারী, সাজুরাম প্রধান কোচ, মোহাম্মদ বজলুর রশিদ কোচ, সৈয়দ তাসলিমা আক্তার, ম্যানেজার।
বাংলাদেশ জাতীয় কাবাডি দল (পুরুষ)
মো. মাসুদ করিম, মো. জাকির হোসাইন, আনোয়ার হোসাইন, মো. সবুজ মিয়া, মো. আশরাফুল শেখ, মনিরুল চৌধুরী, মো. আব্দুল মুমিন, মো. ফেরদৌস শেখ, মোহাম্মদ নসির উদ্দিন, মো. জাহাঙ্গীর আলম, মো. হাসান আলী, জাবেদ শেখ, সাজুরাম প্রধান কোচ, মো. বাদশা মিয়া কোচ, শরীফ মোহাম্মদ আরিফ মিহির, ম্যানেজার।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ আমির হোসেন পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।
কালের আলো/এমএইচ/এমএএএমকে