মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেফতার

প্রকাশিতঃ 2:37 pm | April 20, 2018

মানিকগঞ্জ প্রতিনিধি:

নাশকতা মামলায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রিন্সকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার রাতে তাকে ঘিওর উপজেলার দোতরা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

ডিবি ওসি আমিনুল ইসলাম জানান, মোস্তাফিজুর রহমান প্রিন্সসহ কয়েকজন ঘিওর উপজেলার দোতরা এলাকায় সরকারবিরোধী ষড়যন্ত্র করছিল। খবর পেয়ে ডিবি পুলিশের সদস্যরা মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে নাশকতার মামলা ছিলো। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।

কালের আলো/ভিকু/ওএইচ