ফুলপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১, আহত ২ ডিবি সদস্য
প্রকাশিতঃ 9:44 am | April 21, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহের ফুলপুর থানার শাহপুর নামক স্থানে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি মারা গেছেন। এসময় আহত হয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই সদস্য।
শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহবুব আলম বলেন, ভোর সাড়ে সাড়ে ৪টার দিকে শাহপুরে গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক দুষ্কৃতিকারী মারা গেছেন। এসময় দুষ্কৃতিকারীদের গুলিতে আহত হয়েছেন ডিবির দুই সদস্য। তবে নিহত ব্যক্তি ও আহত পুলিশ সদস্যদের পরিচয় এখনও জানা যায়নি।
কালের আলো/এসআর/ওএইচ