২১ বছরে পা ট্রাস্ট ব্যাংকের, আধুনিক ব্যাংকিং সেবায় সন্তোষ সেনাপ্রধানের

প্রকাশিতঃ 8:53 pm | December 02, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ঠিক ২০ বছর আগে শুরু হয়েছিল যাত্রা। দীর্ঘ পথচলায় গ্রাহকদের আস্থা ও বিশ্বাসের মূর্ত প্রতীকে পরিণত হয়েছে বেসরকারি খাতের ট্রাস্ট ব্যাংক লিমিটেড। দেশের অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যাংকটি এখন পা রেখেছে ২১ বছরে।

ফলে জমকালো আয়োজনের মাধ্যমে অগ্রযাত্রার ২০ বছর পূর্তি উদযাপন করেছে বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থা পরিচালিত এ ব্যাংকটি। ২০ বছর পূর্তির মাহেন্দ্রক্ষণে এদিন আয়োজন করা হয় আড়ম্বরপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের।

সোমবার (০২ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসস্থ সেনামালঞ্চে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে ‘বিশ্বস্ততার ২০ বছর উদযাপন’ উপলক্ষে সুদৃশ্য কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকটির চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

তিনি দেশ ও মানুষের কল্যাণে কাজ করার মধ্যে দিয়ে সমৃদ্ধিময় ২০ বছরে বেসরকারি খাতের এ ব্যাংকটি গ্রাহকদের আধুনিক ও উন্নতমানের ব্যাংকিং সেবা নিশ্চিত করায় সন্তোষ প্রকাশ করেন।

একই সঙ্গে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যাংকের কর্মীবাহিনীর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আরও নিবিষ্ট মনে কাজ করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন ব্যাংকটির চেয়ারম্যান ও সেনাপ্রধান।

২০ বছর পূর্তি অনুষ্ঠানে সাবেক সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল শামসুল হক, চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল শফিকুর রহমান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারুক মঈনউদ্দীন, পরিচালকবৃন্দ, ঢাকা সেনানিবাসের উচ্চ পদস্থ কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কালের আলো/আরআইএ/এমএএএমকে