ফুলপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য, দাবি পুলিশের

প্রকাশিতঃ 1:02 pm | April 21, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো: 

ময়মনসিংহের ফুলপুরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত অজ্ঞাত ব্যক্তি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে দাবি পুলিশের। তবে নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর জানালেও নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

নিহত ব্যক্তি শেরপুর জেলার নকলা উপজেলার আলিম উদ্দিন (৪০) নামে এক অটোরিকশা চালকের খুনের ঘটনার সন্দেহভাজন আসামি বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের শাহপুর আনোয়ারখিলা এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এস এ নেওয়াজী কালের আলো’কে এসব তথ্য নিশ্চিত করেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহাবুব আলম জানান, গত ২১ মার্চ শেরপুর জেলার নকলা উপজেলার বাসিন্দা অটোরিকশা চালক আলিম উদ্দিন (৪০) অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তার কোনো হদিস না মেলায় তার বাবা আবু বক্কর সিদ্দিক সংশ্লিষ্ট নকলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে ২২ মার্চ ফুলপুর উপজেলার সাহাপুর এলাকার একটি মাদরাসা এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় নিখোঁজ আলিম উদ্দিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এস এ নেওয়াজী দাবি করেন, মূলত ওই রাতেই আলিম উদ্দিনকে হত্যা করে অটোরিকশাটি ডাকাতি করে নিয়ে যায় বন্দুকযুদ্ধে নিহত অজ্ঞাত ওই ব্যক্তিসহ কয়েকজন ডাকাত।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহাবুব আলম কালের আলো’কে জানান, ওই ঘটনার জের ধরে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে জেলার ফুলপুর উপজেলায় অটোরিকশা চালককে খুনের আসামিকে ধরতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়লে ঘটনাস্থলেই অটোরিকশা ছিনতাইকারী ওই আসামি নিহত হয়।

এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জিন্নাহসহ আরেক কনস্টেবল আহত হন। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। নিহত ব্যক্তির মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলেও জানান ওসি মাহাবুব।

ছবি: আনিসুর রহমান ফারুক

 

কালের আলো/এআরএফ/ওএইচ