খন্দকার আতাউর রহমান রূপালী ব্যাংকের নতুন ডিএমডি

প্রকাশিতঃ 11:14 pm | December 03, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

খন্দকার আতাউর রহমান রূপালী ব্যাংক লিমিটেডের নতুন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে নিয়োগ পেয়েছেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রূপালী ব্যাংক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতি পেয়ে রূপালী ব্যাংক লিমিটেডে ডিএমডি হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন খন্দকার আতাউর রহমান।

রূপালী ব্যাংকে যোগদানের আগে খন্দকার আতাউর রহমান জনতা ব্যাংকের মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করেছেন।

খন্দকার আতাউর রহমান ১৯৮৮ সালে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির (বিআরসি) মাধ্যমে সিনিয়র অফিসার পদে জনতা ব্যাংকে যোগদান করেন। দীর্ঘ ৩২ বছরের চাকরি জীবনে তিনি জনতা ব্যাংকের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিভিশনের প্রধান এবং জনতা ব্যাংক স্টাফ কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে অনার্সসহ এমকম ডিগ্রি অর্জন করেন খন্দকার আতাউর রহমান। কর্মজীবনে তিনি সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারতে ব্যাংকিং বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছেন।

কালের আলো/এনআর/এমএম